Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৭-২৬-২০১৬

প্রযুক্তি বিশ্বের যত ভারতীয় সিইও

মাহবুবর রহমান সুমন


প্রযুক্তি বিশ্বের যত ভারতীয় সিইও

প্রধান নির্বাহী কর্মকর্তা অনেকর স্বপ্নের পদবী। আবার তা যদি হয় নামিদামী প্রযুক্তি প্রতিষ্ঠানের তাহলে তো তা আবার এভারেষ্ট জয়ের সামিল। আর এই এভারেষ্ট জয়ের সামিল পদবী জয় করেছেন প্রতিবেশী রাষ্ট্র ভারতের বেশ কয়েক জন। আসুন জেনে নেই প্রযুক্তি বিশ্বের নামিদামী প্রতিষ্ঠানে সিইও পদে চাকরি করা বেশ কয়েকজন ভারতীয় সম্পর্কে।

সুন্দর পিচাই

জন্ম :  মাদুরাই ,তামিলনাড়ু , ​​ভারত ( ১২ জুলাই ১৯৭২)

প্রতিষ্ঠান : গুগল (সিইও)

-সত্য নাদেলা

জন্ম :  অনন্তপুর , অন্ধ্র প্রদেশ , ভারত (১৯ আগস্ট ১৯৬৭)

প্রতিষ্ঠান : মাইক্রোসফট (সিইও)

-বিনোদ খোসলা

জন্ম :  দিল্লি , ভারত ( ২৮ জানুয়ারি ১৯৫৫)

প্রতিষ্ঠান : সান-মাইক্রোসিস্টেম (সহ-প্রতিষ্ঠাতা, সিইও)

-অমিত সিংঘাল

জন্ম : ঝাঁসির , উত্তর প্রদেশ, ভারত (সেক্টেম্বর, ১৯৬৮)

প্রতিষ্ঠান : গুগল (জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট) 

-শান্তনু নারায়ণ

জন্ম : হায়দরাবাদ, তেলেঙ্গানা , ভারত ( 27 মে, ১৯৬৩ )

প্রতিষ্ঠান : অ্যাডোবি (সিইও)

-পদ্মশ্রী হরিহর 

জন্ম : বিজয়ওয়াড়া , অন্ধ্র প্রদেশ , ভারত

প্রতিষ্ঠান : সিসকো (সিইও)

-সাবির ভাটিয়া 

জন্ম : চণ্ডীগড়, ভারত (৩০ ডিসেম্বর ১৯৬৮ )

প্রতিষ্ঠান : হটমেইল (প্রতিষ্ঠাতা, সিইও )

-রেশমি সিনহা

জন্ম : লক্ষ্ণৌ , ভারত

প্রতিষ্ঠান : স্লাইডশেয়ার (সহ-প্রতিষ্ঠাতা)

এফ/১০:৫০/২৬জুলাই

বিজ্ঞান ও প্রযুক্তি

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে