Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 3.0/5 (70 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৭-২৫-২০১৬

গোপালগঞ্জে বাল্যবিয়ে বন্ধে মানববন্ধন

জয়ন্ত শিরালী জয়


গোপালগঞ্জে বাল্যবিয়ে বন্ধে মানববন্ধন

গোপালগঞ্জ, ২৫ জুলাই- গোপালগঞ্জে বাল্য বিবাহ বন্ধে মানববন্ধন কর্মসূচী পালন করে ব্র্যাক ইউনিয়ন সমাজ। “মেয়ে আমার অংহকার, ১৮ আগে বিয়ে নয়, এই আমার অঙ্গীকার” এ শ্লোগানকে সামনে রেখে সোমবার বেলা ১১ টায় গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের বেদগ্রাম-সিলনা সড়কে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির সার্বিক সহযোগিতায় ইউনিয়নের ৫ টি পল্লী সমাজের ৪০ জন নারী সদস্যসহ এলকার বিভিন্ন স্তরের মানুষ অংশ নেন মানববন্ধনে। মানববন্ধন কর্মসূচিতে একাত্ততা প্রকাশ করে অংশ নেন রঘুনাথপুর ইউপির চেয়ারম্যান শ্রীবাস বিশ্বাস, ইউপি সদস্য মোঃ জাহাঙ্গীর মোল্যা, মঞ্জু মোল্যা ও সংরক্ষিত ইউপি সদস্য সুজাতা বিশ্বাস। অন্যান্যের মধ্যে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির মনিটরিং অফিসার মোঃ মঞ্জুর হোসেন, জেলা ব্যবস্থাপক শোভন বিশ্বাস, স্বাস্থ্য কর্মী গোলাপী হীরা এবং ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির গোপালগঞ্জ সদর উপজেলার মাঠ সংগঠক শাকিলা আরজু।

মানববন্ধন কর্মসূচি আয়োজন প্রসঙ্গে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির জেলা ব্যবস্থাপক শোভন বিশ্বাস বলেন, বর্তমান সরকার চায় দেশ থেকে বাল্য বিয়ে চিরতরে দূর হোক। ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি গোপালগঞ্জ সরকারের সাথে একমত পোষণ করে গ্রামের সাধারন মানুষকে সাথে নিয়ে বাল্য বিয়ে সমাজ থেকে দূর করার কাজ করে যাচ্ছে। তবে এ কাজে সকলের সহযোগিতা প্রয়োজন।

এছাড়াও একই সময়ে জেলার মুকসুদপুর উপজেলার ভাবড়াশুর ইউনিয়নের ভাবড়াশুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সামনে অনুরূপ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। কর্মসূচিতে ভাবড়াশুর ইউপির ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ কামাল শেখ, শিক্ষক কামরুল শিকদারসহ ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির মুকসুদপুর উপজেলার মাঠ সংগঠক কুহেলী মন্ডল উপস্থিত ছিলেন।

আর/১৭:১৪/২৫ জুলাই

গোপালগঞ্জ

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে