Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 3.0/5 (5 টি ভোট গৃহিত হয়েছে)

print

আপডেট : ০৭-২৫-২০১৬

জাতীয় স্বার্থে আপাতত জামায়াত ছাড়ুন, বিএনপিকে নজরুল  

জাতীয় স্বার্থে আপাতত জামায়াত ছাড়ুন, বিএনপিকে নজরুল

 

ঢাকা, ২৫ জুলাই- জাতীয় স্বার্থে বিএনপিকে ‘আপাতত’ জামায়াত ছাড়ার পরামর্শ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল। জাতীয় ঐক্য নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি তামাশা করছে বলেও মন্তব্য করেছেন তিনি।

রোববার (২৪ জুলাই) জাতীয় প্রেসক্লাবে ঐক্যবদ্ধ ছাত্র সমাজ আয়োজিত ‘তরুণ সমাজ ও জাতীয় নিরাপত্তা রক্ষায় করণীয়’ শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

আসিফ নজরুল বলেন, ‘জন নিরপত্তার ক্ষেত্র দেশে যে সঙ্কট সৃষ্টি হয়েছে তার সমাধানে রাজনৈতিকভাবে জাতীয় ঐক্য দরকার। কিন্তু বড় দুই রাজনৈতিক দলের সদিচ্ছা না থাকায় সকল প্রচেষ্টা ব্যর্থ হচ্ছে।’

জাতীয় ঐক্য নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি তামাশা করছে মন্তব্য করে আসিফ নজরুল বলেন, ‘উভয় দলই জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। কিন্তু ঐক্য গড়ে উঠছে না। আওয়ামী লীগ বলছে ইতোমধ্যে জাতীয় ঐক্য হয়েছে। কিন্তু আমার প্রশ্ন আওয়ামী লীগ বিএনপির মতো বড় রাজনৈতিক দল, সিপিবি-বাসদসহ অন্য রাজনৈতিক দলগুলোকে ছাড়াই জাতীয় ঐক্য কিভাবে করলো?’

বিএনপিসহ এসব দল কি রাজনীতির বাইরে চলে গেছে? প্রশ্ন রেখে তিনি বলেন, ‘বিএনপি জামায়াতে ইসলামীকে ছাড়তে পারছেন না। আপনারা আপাতত জামায়াতকে রেখে জাতীয় ঐক্যের স্বার্থে এক টেবিলে বসুন।’

এফ/০৮:১৫/২৫জুলাই

জাতীয়

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে