Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

print

আপডেট : ০৭-২২-২০১৬

অাস্তে আস্তে থলের বিড়াল বেরিয়ে আসছে

অাস্তে আস্তে থলের বিড়াল বেরিয়ে আসছে

নোয়াখালী, ২২ জুলাই- বিগত নির্বাচনে অংশগ্রহণ না করে যারা ভুল করেছিল, তারাই সরকার হটানোর চক্রান্তে জড়িত বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি এ প্রসঙ্গে বলেছেন, ‘গুলশান ও শোলাকিয়ার ঘটনা আমাদের স্তব্ধ করে দিয়েছে। এটি আমাদের জন্য অপ্রত্যাশিত। বাংলাদেশে যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজ করে সেখানে এ রকম হামলা একটি সুপরিকল্পিত ঘটনা। যারা বিগত নির্বাচনে অংশগ্রহণ না করে ভুল করেছিল, যারা আন্দোলন করে ব্যর্থ হয়েছে, তাদের সরকার হটানোর চক্রান্ত আছে। তারা দেশকে অস্থিতিশীল করতে চায়। আজ তারাই এসব চক্রান্তের সাথে জড়িত। তদন্তে আস্তে আস্তে থলের বিড়াল বেরিয়ে আসছে।’

শুক্রবার বিকেলে কোম্পানীগঞ্জের বসুরহাট শ্রী শ্রী জগনাথ মন্দিরে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন।

উপজেলার সিরাজপুর ইউনিয়নের যোগিদিয়া জয় কালী বাড়ি মন্দির সেবায়েত শিব প্রসাদ চক্রবর্তী ও আর্শিরবাদ মন্দিরের সেবায়েত লিটন ঠাকুরকে চিঠি দিয়ে হত্যার হুমকি দেয়ার ঘটনায় এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় মন্ত্রী আরো বলেন, ‘যারা মনে করে পুরোহিত ও সেবায়েত হত্যা করে ভারতের সাথে সু-সম্পর্ক নষ্ট করবে তারা বোকার স্বর্গে বাস করে। তারা যদি মনে করে এসব হত্যাকাণ্ড ঘটিয়ে আমাদের বাড়ি-ঘরে হামলা চালিয়ে, মন্দিরে হামলা চালিয়ে, সংখ্যালগুদের ওপর নির্যাতন করে প্রতিবেশি দেশ ভারতের সাথে সু-সম্পর্ক নষ্ট করবে তাদের এ হীন মনোভাব কোনোদিন সফল হবে না।’

সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘সব মন্দির এলাকায় সবাইকে নিয়ে প্রতিরোধ কমিটি গঠন করতে হবে। হিন্দু ধর্মাবলম্বীদের মোবাইলে হুমকি দিচ্ছে, চিঠি দিয়ে হুমকি দিচ্ছে, এগুলোর বাস্তবতা কতটুকু তা আমরা খতিয়ে দেখব। হিন্দু সম্প্রদায়ের লোকেরা বাড়ি-ঘর ফেলে ভারত চলে গেলে তাদের জায়গা-সম্পদ দখল করবে, অনেকের এ ধরনের মনোভাব রয়েছে। তাদের এ মনোভাবও কোনদিন সফল হবে না।’

মন্ত্রীর সঙ্গে এসময় উপস্থিত ছিলেন- নোয়াখালী জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস, নোয়াখালীর জেলার অতিরিক্ত পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা প্রমুখ। 

আর/১০:২৪/২২ জুলাই

জাতীয়

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে