Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 1.5/5 (2 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৭-২২-২০১৬

বিরোধী শিবিরে ভাঙন, একুশের মঞ্চে তৃণমূলে ২ সিপিএম-কংগ্রেস বিধায়ক, ৭ কাউন্সিলর

বিরোধী শিবিরে ভাঙন, একুশের মঞ্চে তৃণমূলে ২ সিপিএম-কংগ্রেস বিধায়ক, ৭ কাউন্সিলর

কলকাতা, ২২ জুলাই- ট্র্যাডিশন অব্যাহত! ২১ জুলাইয়ের মঞ্চে ফের অন্য দলে ভাঙন ধরিয়ে, নিজেদের শক্তিবৃদ্ধি করল তৃণমূল। দলবদল করলেন বাম-কংগ্রেস জোটের ব্যানারে জিতে আসা দুই বিধায়ক।

বিধানসভা নির্বাচনে ২১১টি আসন পেলেও, মালদা থেকে এবার খালি হাতে ফিরতে হয়েছিল তৃণমূলকে। খাতা খুলল একুশে জুলাই! দল ছেড়ে তৃণমূলে নাম লেখালেন গাজোল থেকে ২০ হাজার ৬০২ ভোটের ব্যবধানে জেতা সিপিএম বিধায়ক দীপালি বিশ্বাস। প্রতিক্রিয়ায় সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বলেছেন, মতা থাকলে পদত্যাগ করে জিতে দেখাক দিপালী।

একই পথে হেঁটেছেন বিষ্ণুপুরের তুষারকান্তি ভট্টাচার্যও। বিধানসভা ভোটে প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যাকে ৮৯১ ভোটের ব্যবধানে হারিয়েছিলেন প্রবীণ এই কংগ্রেস নেতা। তাঁকে নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর প্রতিক্রিয়া, পোচিং করছে। আদশ্যচুতি। বিধায়ক পদ থেকে পদত্যাগ করুক।

কংগ্রেস পরিচালিত উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ পুরসভার ৭ কাউন্সিলরকে দলে টেনে বোর্ড দখল করতে চলেছে তৃণমূল। এপ্রসঙ্গে তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, দীপা নিজেই ঘর সামলাতে পারে না, মমতার সঙ্গে লড়তে এসেছিল। অধীর চৌধুরীর গড় মুর্শিদাবাদেও থাবা বসিয়েছে তৃণমূল। জার্সি বদল করে এদিন তৃণমূলে নাম লিখিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতির শ্যালক তথা মুর্শিদাবাদ কংগ্রেসের সাধারণ সম্পাদক অরিত মজুমদার।

একুশের মঞ্চে এসে শাসক শিবিরে নাম লিখিয়েছেন খড়গপুর পুরসভার বিরোধী দলনেতা কংগ্রেসের রবিশঙ্কর পাণ্ডে-সহ ৫ কাউন্সিলর। পুরুলিয়া পুরসভার ২ বিরোধী কাউন্সিলরও তৃণমূলে যোগ দেন এদিন।

আর/১৭:১৪/২২ জুলাই

পশ্চিমবঙ্গ

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে