Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 3.0/5 (40 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৭-২২-২০১৬

নৌকাডুবে ছেলে-মেয়েসহ বাবা-চাচার মৃত্যু

নৌকাডুবে ছেলে-মেয়েসহ বাবা-চাচার মৃত্যু

হবিগঞ্জ, ২২ জুলাই- হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার ধলেশ্বরী নদীতে ইঞ্জিন চালিত নৌকা ডুবিতে একই পরিবারের শিশুসহ ৪ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকেল ৩টার দিকে ধলেশ্বরী নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

নিহতরা হলেন- কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার আদমপুর ইউনিয়নের বরাগীরকান্দি গ্রামের মৃত হরমুজ মিয়ার ছেলে হক মিয়া (৪৩), হক মিয়ার ছেলে মুজাহিদ (১০) ও মেয়ে জান্নাত আরা (৮) এবং হক মিয়ার ভাই লুপ মিয়ার ছেলে সৌরভ (৮)।

আদমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফজলুল করিম বাদল বিষয়টি নিশ্চিত করে জানান, কিশোরগঞ্জের হক মিয়া তার দুই ছেলেমেয়ে ও ভাইসহ একই পরিবারের সাতজন জনকে সঙ্গে নিয়ে ইঞ্জিন চালিত নৌকায় করে লাখাই তার শ্বশুর বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। লাখাই এলাকার হাওরে পৌঁছার পর নৌকাটি হঠাৎ ডুবে যায়। এ সময় ৩ জনকে জীবিত এবং ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়। জীবিতদের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, চারজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আর/১৭:১৪/২২ জুলাই

হবিগঞ্জ

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে