Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৭-২১-২০১৬

ভিডিও গেম ‘পোকেমন’র বিরুদ্ধে শীর্ষ সৌদি আলেমদের ফতোয়া

ভিডিও গেম ‘পোকেমন’র বিরুদ্ধে শীর্ষ সৌদি আলেমদের ফতোয়া

রিয়াদ, ২১ জুলাই- সৌদি আরবের শীর্ষ আলেমরা ১৫ বছরের পুরনো এক ফরমান আবার নতুন করে চালু করেছেন। ঐ ফরমান মতে, ‘পোকেমন গো’ নামের একটি ভিডিও গেমসকে অনৈসলামিক বলে অভিহিত করা হয়েছিল। এবার আবারো পোকেমনের বিরুদ্ধে ফতোয়া জারি করা হয়েছে। তবে পোকেমনের নতুন জনপ্রিয় মোবাইল সংস্করণের ব্যাপারে কিছু বলা হয়নি। 

নিনটেন্ডোর এই রিয়ালিটি গেমে, খেলোয়াড়রা বাস্তবের প্রতিবেশী পাড়ায় শিকারের খোঁজে ঘুরে বেড়াতে পারেন এবং স্মার্টফোনের স্ক্রিনেই শিকার করতে পারেন ভাইরাল কার্টুন চরিত্র। পোকেমনের নতুন এই গেমসটি বের হওয়ার সাথে সাথেই বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয়তা পেয়েছে। 

সৌদি আরবের উচ্চপদস্থ ধর্মীয় নেতাদের প্রধান বলেছেন, তারা ২০০১ সালের পোকেমন কার্ড গেমসের বিরুদ্ধে জারি করা একটা ফতোয়া নতুন করে জারি করেছেন। আলেমরা বলেছেন, এই গেমসের চরিত্রগুলোকে যে ধরনের ক্ষমতা দেয়া হয়েছে তাতে বিবর্তনবাদকে (থিওরি অব ইভুল্যুশান) মুখ্য করে ধর্ম অবমাননা করা হয়েছে।

ফতোয়াতে বলা হয়, ‘এই গেমসের দ্বারা প্রভাবিত হয়ে শিশুরা ‘ইভল্যুশান’ শব্দটি এতো বেশি মাত্রায় শিখছে যেটা বিস্ময়কর। তাছাড়া এই গেমে আরও কিছু উপাদান রয়েছে যেটা শরিয়া আইনে নিষিদ্ধ। যেমন জুয়া কিংবা বহুদেববাদ ইত্যাদি। এমনকি এখানে যে প্রতীকগুলো ব্যবহার করা হয়েছে তাতে জাপানের শিনতো ধর্ম, খ্রিস্টান, ফ্রিম্যাসন ও ইহুদি ধর্মের প্রচারণা পেয়েছে।’   

আর/১১:১৪/২০ জুলাই

মধ্যপ্রাচ্য

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে