Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 1.0/5 (2 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৭-১৯-২০১৬

এক মহিষের দাম পৌনে ৫ কোটি টাকা! (ভিডিও সংযুক্ত)

এক মহিষের দাম পৌনে ৫ কোটি টাকা! (ভিডিও সংযুক্ত)

চণ্ডীগড়, ১৯ জুলাই- কালো একটি মহিষ, নাম হীরা। নামটাই শুধু হীরা নয়, দামেও। এই একটি মহিষের দাম উঠেছে ৪ কোটি রুপি, যা বাংলাদেশি টাকায় পৌনে ৫ কোটি টাকা। কিন্তু তারপরও ওই মহিষের মালিক সেটিকে বিক্রি করতে চান না। 

ভারতের মধ্যপ্রদেশের রিবা জেলায় একটি মহিষকে নিলামে তোলা হয়। নিলামে সেটির দাম শুরু হয় আড়াই কোটি রুপি থেকে। তারপর তা পৌঁছে যায় চার কোটি রুপিতে। দেশটির উত্তরপ্রদেশ, হরিয়ানাসহ বেশ কয়েকটি রাজ্যের ব্যবসায়ীরা ওই নিলামে উপস্থিত ছিলেন।

হরিয়ানার মুরা প্রজাতির এই মহিষ কালো হীরার খবর সারা শহরে ছড়িয়ে পড়ায় সেটিকে দেখতে প্রতিদিন ভিড় জমে যায়। হীরার ওজন ১০ কুইন্টাল। তাকে প্রতিপালন করতে প্রতিদিন খরচ হয় ১৫০০ রুপি।

মহিষটির মালিক মুন্না সিং পাঁচ বছর ধরে এটির লালনপালন করছেন। হীরার প্রজনন ক্ষমতার জন্য বছরে লাখ লাখ টাকা আয় করেন মুন্না। 

মুন্না সিং জানান, হীরাকে প্রজনন প্রক্রিয়ায় ব্যবহার করা হয়। এর সঙ্গে মিলনের ফলে যে বাচ্চার জন্ম হয়, তার ওজনই ৪৫ থেকে ৫০ কেজি হয়! আবার মেয়ে বাচ্চা হলে সেটি বড় হয়ে একবারেই ১২ থেকে ১৪ লিটার দুধ দেবে। বছরে ৪০ থেকে ৪৫টা স্ত্রী মহিষকে প্রজননে হীরাকে ব্যবহার করা হয়। যার ফলে বছরে লাখ লাখ টাকা আয় করতে পারেন তিনি। তাই চার কোটি টাকা দাম উঠলেও মহিষটিকে বিক্রি করতে চান না মুন্না সিং। 

ভিডিও

এফ/১৬:৪২/১৯জুলাই

বিচিত্রতা

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে