Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 2.8/5 (12 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৭-১৯-২০১৬

জেনে নিন এই সিজনে লেগিংস পরার কিছু জনপ্রিয় নিয়মকানুন

Sumaiya Maria Bintay Shahid


জেনে নিন এই সিজনে লেগিংস পরার কিছু জনপ্রিয় নিয়মকানুন

বর্তমান ফ্যাশন বিশ্বে কোন ট্রেন্ড যদি সবগুলো সিজনে সমানভাবে কাপিয়ে থাকে তবে সবার আগে আসবে লেগিংস ট্রেন্ড। বিশেষ করে সেলিব্রেটিদের কাছে এই ট্রেন্ড আরও জনপ্রিয়। জনপ্রিয় স্ট্রিট স্টাইল তারকারা যেমন কেন্ডাল জেনার কিংবা হেইলি ব্যাল্ডুইনের মতো তারকাদের অনেকবার এই স্টাইলে দেখা গেছে। আর আপনি যদি তাদের ফ্যান হয়ে থাকেন তবে আপনার ওয়ারড্রবে এই পোশাক থাকাটা খুব স্বাভাবিক। চলুন জেনে নেওয়া যাক এই ট্রেন্ডের কিছু নিয়মকানুনঃ

- বর্তমানের অন্যান্য ট্রেন্ডের সাথে লেগিংস পরুন। যেমন এসময়ের জন্য ক্রপ টপস কিংবা বোম্বার জ্যাকেট বেছে নিতে পারেন।

- ট্রেন্ড অনুসরণ করতে গিয়ে নিজস্ব স্টাইল বর্জন করা চলবে না।

- লেগিংসের সাথে স্নিকারস পরতে পারেন।

- জটিল কোন আইটেমের সাথে এটি পরতে ভয় পাবেন না যদি তা আপনার পছন্দ হয়।

- অনেক রকম স্টাইলের সাথে পরীক্ষা করে নিন এবং আপনার প্রিয় স্টাইলটি বেছে নিন।

এফ/১৫:৩৫/১৯জুলাই

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে