Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 2.0/5 (1 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৭-১৯-২০১৬

ইয়াসিরে মুগ্ধ ওয়ার্ন

ইয়াসিরে মুগ্ধ ওয়ার্ন

লন্ডন, ১৯ জুলাই- লর্ডসে ২০ বছর পর টেস্ট জিতেছে পাকিস্তান। আর এতে বড় অবদান রেখেছেন লেগ স্পিনার ইয়াসির শাহ। মুলত তার সামনেই ইংলিশদের দুই ইনিংসই লন্ডভন্ড হয়ে গিয়েছে। প্রথম ইনিংসে ৬টি ও দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট তুলে নিয়ে দশ উইকেট শিকার করে স্বাভাবিকভাবেই ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন ইয়াসির।

তবে ইংলিশ ব্যাটসম্যান গ্যারি ব্যালান্সকে যে ডেলিভারির মাধ্যমে ইয়াসির আউট করেছেন তা নিয়ে আলোচনা হচ্ছে বেশ। ওই বলটি মাইক গ্যাটিংকে করা শেন ওয়ার্নের সেই শতাব্দী সেরা বলটির কথা মনে করিয়ে দিয়েছে। ইয়াসিরের বলটি বাহাতি ব্যাটসম্যান ব্যালান্সের অফ স্ট্যাম্পের বাইরে পরে লেগ স্ট্যাম্প উপড়ে ফেলে দেয়। ঠিক যেমন করে লেগ স্ট্যাম্পের বাইরে বল ফেলে গ্যাটিংয়ের অফ স্ট্যাম্প উপড়ে ফেলেছিলেন ওয়ার্ন।

অস্ট্রেলিয়ার কিংবদন্তিও দেখেছেন ইয়াসিরের কীর্তি। ওয়ার্ন অনেক আগেই ভবিষ্যদ্বানি করে বলেছিলেন যে, ইয়াসির একজন জেনুইন লেগ স্পিনার। তিনি কতটা জেনুইন সেটা এখন টের পাচ্ছেন ইংলিশ ব্যাটসম্যানরা। ইয়াসিরে মুগ্ধ ওয়ার্ন লিখেছেন, ‘ইয়াসির শাহ তোমাকে অভিনন্দন। নিজের প্রতিভাকে দারুণভাবে তুলে ধরেছো। এরকম বোলিং দেখার অপেক্ষায় থাকবো।’

নিজের এমন পারফরম্যান্স নিয়ে ইয়াসিরের মন্তব্য, ‘লর্ডসে আমার প্রথম টেস্ট ছিল। সেখানে এমন পারফর্ম করতে পেরে ভালো লাগছে। আমি আমার পারফরম্যান্স দলের জন্য উৎসর্গ করছি। প্রথম দিকে উইকেট থেকে কোন টার্ন পাচ্ছিলাম না। লাইন লেংথের ওপরই জোর দিয়েছিলাম। ভাগ্য ভালো বলতে হয় যে, প্রথম ইনিংসে এতগুলো উইকেট পেয়েছি।’ 

আর/১০:১৪/১৮ জুলাই

ক্রিকেট

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে