Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 2.8/5 (49 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৭-১৮-২০১৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ তিন বাংলাদেশির মৃত্যু

সৌদিতে সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ তিন বাংলাদেশির মৃত্যু

রিয়াদ, ১৮ জুলাই- সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মা ও ছেলেসহ অন্তত তিন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এছাড়া দুর্ঘটনায় আহত হয়েছেন আরো দুই বাংলাদেশি। রোববার বিকেলে দেশটির পবিত্র নগরী মক্কার আরাফাত ময়দানে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- ঢাকার ধানমন্ডি এলাকার বাসিন্দা হেনা আক্তার (৪৫), তার ছেলে আরিফ আহমেদ (২২) ও নরসিংদীর রোকেয়া বেগম (৪০)। জেদ্দাহর বাংলাদেশ কনস্যুলেটের ফার্স্ট সেক্রেটারি আলতাফ হোসেন এ তথ্য জানিয়েছেন। 

দুর্ঘটনায় আহত দুজন হলেন- সোহরাব হোসেন (৫০) ও হাফসা (১৩)। স্থানীয়দের বরাত দিয়ে আলতাফ হোসেন জানান, বাংলাদেশিদের বহনকারী গাড়ির সঙ্গে অপর একটি গাড়ির সংঘর্ষে ওই তিন বাংলাদেশি নিহত হয়েছেন। 

কনস্যুলেটের ওই কর্মকর্তা বলেন, দুর্ঘটনা সম্পর্কে তথ্য জানতে আমাদের কর্মকর্তারা ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছেন। হতাহতরা সৌদি আরবে ওমরাহ পালনের জন্য গিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। 

নিহত তিন বাংলাদেশির মরদেহ আল নূর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এছাড়া আহত অপর দুজনকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এফ/২২:৫৫/১৮জুলাই

সৌদি আরব

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে