Deshe Bideshe

DESHEBIDESHE

Login
ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 3.9/5 (24 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৭-১৮-২০১৬

আধঘণ্টার বৃষ্টিতে অচল দিল্লি

আধঘণ্টার বৃষ্টিতে অচল দিল্লি

নয়াদিল্লি, ১৮ জুলাই- ভারি বৃষ্টিপাতের ফলে অচল হয়ে পড়েছে ভারতের রাজধানী দিল্লি। বিভিন্ন স্থানে জল জমে যাওয়ায় সোমবার সকাল থেকেই শহরের সড়কগুলোতে তৈরি হয়েছে দীর্ঘ যানজট। ফলে স্থবির হয়ে পড়েছে গোটা শহরের জীবনযাত্রা।

স্থানীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে, ভারি বৃষ্টিতে শহরের বিভিন্ন রাস্তায় পানি জমে সেগুলো ছোটখাট পুকুরের আকার ধারণ করেছে। ফলে সোমবার সকাল থেকেই সৃষ্ট হয়েছে দীর্ঘ ট্রাফিক জ্যাম। তবে সবচাইতে বেশি যানজট চোখে পড়ছে দক্ষিণ দিল্লিতে।  রাস্তায় জল জমে যাওয়ায় এখানকার মুনিরকা, মতিবাগ, চেরাগ দিল্লি, সাকেত, মোদি মিল, মোলাচান্দ, সাউথ এক্সটেনশন, ইউসুফ সরাই, এইমস, লোদি রোড, এন্ড্রুস গঞ্জ, গ্রেটার কৈলাস, নেহেরু প্লেস ও জলসা এলাকার সড়কগুলোতে যান চলাচল এক প্রকার স্থবির হয়ে পড়েছে। সেখানকার সড়কগুলোতে চোখে পড়ছে কেবল যানবাহনের লম্বা লাইন। ফলে দিল্লির একটি বিরাট অংশের জীবনযাত্রা থেমে গেছে।

ট্রাফিক জ্যামে আরো আক্রান্ত হয়েছে গুরুগাও-দাউলাকুয়ান সড়কটিও। ঝড়বৃষ্টির কারণে গাছপালা ভেঙে পড়ায় সড়কটিতে যান চলাচলে বিঘ্ন দেখা দিয়েছে। এ অবস্থায় সামাজিক মাধ্যমগুলোতে নগরবাসীদের লক্ষ্য করে নানা নির্দেশনা দিচ্ছে মেট্রোপলিটন পুলিশ। ওইসব নির্দেশনায় যাত্রীদের জলবদ্ধ ও যানজটে অচল সড়কগুলো এড়িয়ে যাওয়ার পরামর্শ দেয়া হচ্ছে। পানি সরাতে শহরের বিভিন্ন রাস্তাগুলোতে ৫ শতাধিক পাম্প বসিয়েছে পাবলিক ওয়ার্ক বিভাগ।

এ অবস্থার মধ্যে অনেক উৎসাহী লোকজনকে জলবদ্ধ সড়কগুলোতে দাঁড়িয়ে সেলফি তুলতে দেখা যাচ্ছে। জলে টইটুম্বুর সড়কের ছবি তুলে অনেকে আবার তা সামাজিক মাধ্যমগুলোতে ছড়িয়ে দিতেও শুরু করেছেন।  এছাড়া রাজধানীর সড়কগুলোর বেহাল দশা নিয়ে ইতিমধ্যে দিল্লি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের কাছে সরাসরি অভিযোগও করেছেন বেশ কিছু সচেতন নগরবাসী। এ নিয়ে বিভিন্ন সামাজিক মাধ্যমগুলোতেও অনেককে ক্ষোভ ঝাড়তেও দেখা গেছে। যেমন: প্রিন্স প্রাসাদ নামক এক ইউজার টুইটারে লিখেছেন,‘মাত্র আধঘণ্টার বৃষ্টিতেই কেরাওয়ালনগর ও জোহরিপুর রাস্তা দুটো পানিতে তলিয়ে গেছে। তাহলে গত ৩ বছরে আপ (কেজরিওয়ালের দল) কি করল?’

এদিকে স্থানীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে গত ২৪ ঘণ্টায় দিল্লিতে ২৬ দশমিক ৩ ইঞ্চি বৃষ্টি হয়েছে। মৌসুমি জলবায়ুর প্রভাবের কারণে আগামী বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি হবে বলেও সতর্ক করে দিয়েছে দপ্তর।

এফ/১৬:৫৮/১৮জুলাই

দক্ষিণ এশিয়া

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে