Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৭-১৫-২০১৬

অক্টোবরে আসছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট

শফিকুল ইসলাম


অক্টোবরে আসছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট

ঢাকা, ১৫ জুলাই- দারিদ্র্য বিমোচনসহ সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনে বাংলাদেশের অসাধারণ সাফল্য অর্জন, শুধু দক্ষিণ এশিয়া নয়, অনুকরণীয় হয়েছে উন্নয়নশীল বিশ্বে। প্রতিবেশী দেশগুলোর তুলনায় মাথাপিছু আয় কম হওয়ার পরও শিশুমৃত্যুর হার কমানোর ক্ষেত্রে বাংলাদেশ অসামান্য সাফল্য দেখিয়েছে। বাংলাদেশ দেখিয়েছে প্রবৃদ্ধি দারিদ্র্য বিমোচনের একমাত্র অবলম্বন নয়, স্বল্প আয় নিয়েও অনেক অর্জন সম্ভব। এই সাফল্য দেখতেই বাংলাদেশ সফরে আসার সিদ্ধান্ত নিয়েছেন বিশ্বব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। বিশ্বব্যাংকের ঢাকা অফিস এ বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, বিশ্বব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট জিম ইয়ং কিম আগামী অক্টোবরে বাংলাদেশ সফরে ঢাকা আসছেন। বিশ্বব্যাংক ঢাকা অফিস বলছে, প্রেসিডেন্ট মূলত বাংলাদেশের উন্নয়ন ও আন্তর্জাতিক দারিদ্র্য বিমোচন দিবস উদযাপনকে কেন্দ্র করেই ঢাকা আসছেন।

সূত্র জানায় ১৭ অক্টোবর আন্তর্জাতিক দারিদ্র্য বিমোচন দিবস। এ দিবসটি উদযাপনের লক্ষ্যে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট বাংলাদেশে সফরে আসার বিষয়টি আলোচিত হচ্ছে। তবে তার বাংলাদেশ সফরসূচি এখনও চূড়ান্ত করেনি ঢাকা অফিস।

পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন নিয়ে টানাপড়েন দেখা দিলেও বাংলাদেশের অগ্রগতিকে অস্বীকার করতে পারেনি বিশ্বব্যাংক। বরং অর্থনীতি এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের অর্জিত ভূমিকার প্রশংসা করেছে বিশ্বব্যাংক। এ ক্ষেত্রে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের আগমনকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।

বিশ্বব্যাংক সম্প্রতি বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে সহায়তার পরিমাণ বাড়িয়েছে। আশা করা হচ্ছে, সফরকালে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা আরও সম্প্রসারণের ঘোষণা দিতে পারেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট।

বিশ্বব্যাংক ঢাকা অফিসের প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন জানিয়েছেন, দারিদ্র্য বিমোচনসহ এমডিজি অর্জনে বাংলাদেশের অসাধারণ সাফল্য অর্জন, শুধু দক্ষিণ এশিয়া নয়, উন্নয়নশীল বিশ্বে অনুকরণীয় হয়েছে বাংলাদেশ। প্রতিবেশী দেশগুলোর তুলনায় মাথাপিছু আয় কম হওয়ার পরও শিশু মৃত্যু হার কমানোর ক্ষেত্রে বাংলাদেশ অসামান্য সাফল্য দেখিয়েছে। বাংলাদেশ দেখিয়েছে প্রবৃদ্ধি দারিদ্র্য বিমোচনের একমাত্র অবলম্বন নয়। স্বল্প আয় নিয়েও অনেক অর্জন সম্ভব। এই সাফল্য দেখতেই বাংলাদেশ সফরে আসার সিদ্ধান্ত নিয়েছেন বিশ্বব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট জিম ইয়ং কিম।  

সংশ্লিষ্ট সূত্র জানায়, দারিদ্র্য বিমোচন এবং সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের সাফল্যে জিম ইয়ং কিম অভিভূত। তাই সরেজমিন বাংলাদেশ সফর করার সিদ্ধান্ত নেন নিজের আগ্রহেই। উপলক্ষ হিসেবে বেছে নিয়েছেন আন্তর্জাতিক দারিদ্র্য বিমোচন দিবসকে। দেশ স্বাধীন হওয়ার পরে জিম ইয়ং কিম হবেন বিশ্বব্যাংকের পঞ্চম প্রেসিডেন্ট যিনি বাংলাদেশ সফরে আসছেন। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হিসেবে বাংলাদেশে প্রথম সফরে এসেছিলেন রবার্ট স্ট্রেঞ্জ ম্যাকনামারা আর সর্বশেষ ২০০৭ সালের নভেম্বরে বিশ্বব্যাংকের সেই সময়কার প্রেসিডেন্ট রবার্ট বি জোয়েলিক দুদিনের সফরে বাংলাদেশে এসেছিলেন। এছাড়া, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হিসেবে এর আগে বাংলাদেশ সফর করেছিলেন পল উলফোভিজ। আর ২০০৪ সালে বাংলাদেশ সফরে আসেন জেমস ডি উলফেনসন।

দক্ষিণ কোরীয় বংশোদ্ভূত মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক জিম ইয়ং কিম ২০১২ সালের ১ জুলাই বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট নিযুক্ত হন। তিনি বিশ্বব্যাংকের ১২তম প্রেসিডেন্ট।

আর/১০:৪৪/১৫ জুলাই

জাতীয়

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে