Deshe Bideshe

DESHEBIDESHE

Login
ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৭-১৫-২০১৬

ফ্রান্সে তিন দিনের রাষ্ট্রীয় শোক

ফ্রান্সে তিন দিনের রাষ্ট্রীয় শোক

প্যারিস, ১৫ জুলাই- ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় শনিবার থেকে তিনদিনের রাষ্ট্রীয় শোক পালন করবে ফ্রান্স। দেশটির প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভালস স্থানীয় সময় শুক্রবার সকালে এই ঘোষণা দেন। সরকারি ভবনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

‘আমরা ফরাসি নাগরিকদের বলতে চাই আমরা পরাজিত হবো না।’ রাজধানী প্যারিসে প্রেসিডেন্টের সরকারি বাসভবন এলিসি প্যালেসের বাইরে ম্যানুয়েল ভালস বলেন, আমরা সন্ত্রাসীদের হুমকির মুখে নতি স্বীকার করবো না। সময় বদলে গেছে এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধেই বেঁচে থাকতে শিখতে হবে ফ্রান্সকে।

“জুলাইয়ের ১৪ তারিখে আমাদের জাতীয় দিবসে আবারও ফ্র্যান্সের হৃদয়ে আঘাত আসলো। ফরাসি জাতির ঐক্যে তারা আক্রমণ করতে চেয়েছিলো। আমরা দেশটির মূল্যবোধ ধারণ করেই ঐক্যবদ্ধ থাকবো।”

ফ্রান্সের দক্ষিণাঞ্চলের নিস শহরের জাতীয় দিবসের একটি অনুষ্ঠানে সমবেত জনতার ভিড়ে গুলি চালানোর পাশাপাশি লরি তুলে দেওয়ার ঘটনায় নিহত হয়েছে কমপক্ষে ৮৪ জন। যাদের বেশির ভাগই ওই লরির চাকায় পিষ্ট হয়ে নিহত হন। এ ঘটনায় আহত হয়েছে শতাধিক মানুষ।

এফ/২২:৫২/১৫জুলাই

ইউরোপ

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে