Deshe Bideshe

DESHEBIDESHE

Login
ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৭-১৫-২০১৬

ফ্রান্সে হামলার ঘটনায় আইএস সমর্থকদের উল্লাস!

ফ্রান্সে হামলার ঘটনায় আইএস সমর্থকদের উল্লাস!

প্যারিস, ১৫ জুলাই- ফ্রান্সে জনতার ওপর ট্রাক হামলার ঘটনায় উচ্ছ্বাস প্রকাশ করেছে ইসলামিক স্টেটের(আইএস) সদস্যরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা এ হামলার ঘটনাকে সমর্থন দিয়ে উল্লাস প্রকাশ করছে। বৃহস্পতিবার ফ্রান্সে বাস্তিল দিবস উদযাপনের সময় চালানো ওই ট্রাক হামলায় ৮০ জন নিহত এবং ১০০ জন আহত হন। 

এ ঘটনার পরে এক আইএস সদস্য হামলাকে সমর্থন দিয়ে টুইটারে লিখেছেন, ফ্রান্সের নিস শহরে পাপিস্ট এবং কাফেরদের নিহতের সংখ্যা ৬২তে পৌঁছেছে। স্রষ্টা মহান, স্রষ্টা মহান। 

বাস্তিল দিবস উদযাপন করতে বহু লোক ওই সময় শহরের বিখ্যাত প্রমেনেদ দে আঁগলাইসে জড়ো হয়েছিলেন ছিলেন। সেই ভিড়ের মধ্যে দিয়ে ৭৫ টনি ওই ট্রাক একশ মিটারের বেশি রাস্তা এগিয়ে যায়।

স্থানীয় সরকারের প্রধান ক্রিস্তিয়ান এসত্রোসি স্থানীয় সংবাদমাধ্যমকে বলেছেন, ট্রাকচালক জনতার ওপর গুলিও চালাচ্ছিল। ওই ট্রাকে অস্ত্র ও গ্রেনেডও পাওয়া গেছে।

প্রায় আটমাস আগে প্যারিসে হামলা চালিয়ে ১৩০ জনকে হত্যা করে আইএস সদস্যরা।

আর/১৭:১৪/১৫ জুলাই

ইউরোপ

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে