Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 3.2/5 (6 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৭-১৫-২০১৬

এবার মাহির বিয়ের আনুষ্ঠানিক আয়োজন

এবার মাহির বিয়ের আনুষ্ঠানিক আয়োজন

ঢাকা, ১৫ জুলাই- ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা মাহিয়া মাহি গত ২৫ মে বিয়ে করেন। রাজধানী উত্তরার একটি রেস্টুরেন্টে ঘরোয়া পরিবেশে গায়ে হলুদ ও বিয়ের সময় জানিয়ে দেয়া হয়েছিল পরে আনুষ্ঠনিক আয়োজন করা হবে। এবারে দুই পরিবারের যৌথ আয়োজনে আগামী ২০ জুলাই রাতে সম্পন্ন হবে সেই আনুষ্ঠানিকতা।

এ বিষয়ে মাহিয়া মাহি জানান, ‘আমি এবার আমার সহকর্মী, আত্মীয়-স্বজনসহ সবার জন্য ঢাকায় এই অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছি। আর ২৪ জুলাই সিলেটে বড় করে আরেকটি অনুষ্ঠান করা হবে। এরপর পরই আমাকে শ্বশুরবাড়িতে উঠিয়ে নেয়া হচ্ছে। তাই শুটিং আপাতত করব না। একমাসের ছুটি নিয়েছি।’

এদিকে এরই মধ্যে বন্ধু ও স্বজনদের হাতে হাতে পৌঁছে গেছে পারভেজ মাহমুদ অপু ও শারমিন আক্তার নিপা মাহিয়া মাহির বিয়ের নিমন্ত্রণপত্র। বর্তমানে এসব বিষয় ঘিরেই চলছে মাহির যত ব্যস্ততা।

আনুষ্ঠানিক বিয়ের পর শ্বশুরবাড়ি সিলেটে কিছুদিন অবস্থান করার পর সেখানে থেকে মধুচন্দ্রিমায় যাবেন যুক্তরাষ্ট্রে। এদিকে মাহি বর্তমানে চিত্রনায়ক বাপ্পির বিপরীতে ‘পলকে পলকে তোমাকে চাই’ ছবিতে কাজ করছেন। এ ছবিটি পরিচালনা করছেন শাহনেওয়াজ শানু। এছাড়া হানিমুন থেকে ফেরার পর আগামী মাসে শুটিং শুরু হবে সজলের বিপরীতে ‘হারজিৎ’ ছবির শুটিং।

২০১২ সালে ‘ভালবাসার রং’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়েই ঢাকাই সিনেমায় অভিষেক হয় মাহিয়া মাহির। এরপর ২০১৩ সালে তিনি ৪টি চলচ্চিত্রে অভিনয় করেন- অন্যরকম ভালবাসা, পোড়ামন, ভালবাসা আজ কাল এবং তবুও ভালবাসা। ২০১৩ সালে মাহিয়া মাহির পর পর তিনটি ছবি বাক্স অফিস ব্লকবাস্টার হয়। তারপর তিনি ২০১৪ সালে ‘অগ্নি’ এবং ‘দেশা-দ্য লিডার’ চলচ্চিত্রে অভিনয় করেছেন। এছাড়া কলকাতায় দুই বাংলার যৌথ ছবি রোমিও এবং জুলিয়েট-এ অভিনয় করেছেন।

আর/১৭:১৪/১৫ জুলাই

ঢালিউড

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে