Deshe Bideshe

DESHEBIDESHE

Login
ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৭-১৪-২০১৬

প্রতিবেশী ৩ দেশের সংখ্যালঘুদের জন্য ‘বিশেষ সুবিধা’ ভারতের

প্রতিবেশী ৩ দেশের সংখ্যালঘুদের জন্য ‘বিশেষ সুবিধা’ ভারতের

নয়াদিল্লি, ১৪ জুলাই- দীর্ঘমেয়াদি ভিসা নিয়ে ভারতে থাকা বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের ‘সংখ্যালঘুদের’ জীবনযাপন ‘সহজ’ করতে বেশকিছু উদ্যোগ নিতে যাচ্ছে দেশটির সরকার।

জমি কেনা, ব্যাংক হিসাব খোলা ও আত্মকর্মসংস্থানের সুবিধাসহ একগুচ্ছ উদ্যোগের একটি প্যাকেজ বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন পায়।

ভারত সরকারের এক তথ্য বিবরণীতে বলা হয়েছে, মন্ত্রিসভা এই সুবিধাগুলো অনুমোদন করায় দীর্ঘমেয়াদি ভিসা নিয়ে ভারতে বসবাসরত তিনটি দেশের হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টানদের দীর্ঘ দিনের কষ্টকর জীবনযাপন সহজ হবে।

কী কী সুবিধা পাবেন তারা
* ব্যাংক অ্যাকাউন্ট খোলা

* বসবাস ও আত্মকর্মসংস্থানের জন্য সম্পত্তি কেনা

* আত্মকর্মসংস্থানের উদ্যোগ নেওয়া

* ড্রাইভিং লাইসেন্স, ব্যক্তিগত হিসাব নম্বর (পিএএন) ও আধার কার্ড

* বর্তমানে অবস্থানরত রাজ্য বা অঞ্চলে মুক্তভাবে চলাচল

* দীর্ঘমেয়াদী ভিসার (এলটিভি) কাগজপত্র এক রাজ্য থেকে অন্য রাজ্যে স্থানান্তর

* স্বল্পমেয়াদি ভিসা ও এলটিভির মেয়াদ না বাড়ানোর জরিমানা মওকুফ

* বিনা অনুমতিতে এক জায়গা থেকে আরেক জায়গায় গেলেও সেখান থেকে স্বল্পমেয়াদি ভিসার জন্য আবেদনের অনুমতি

এজন্য সাতটি রাজ্যের কতগুলো জেলাকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, যেসব জেলার প্রশাসকরা সংখ্যালঘুদের আবেদনে সম্মতি দিতে পারবেন। অবশ্য যেসব রাজ্যকে এই সুবিধা দেওয়ার জন্য নির্দিষ্ট করা হয়েছে, তার মধ্যে বাংলাদেশের সীমান্তবর্তী কোনও জেলা নেই।

নির্দিষ্ট সাতটি রাজ্য হল- ছত্তিশগড়, গুজরাট, মধ্যপ্রদেশ, দিল্লি, উত্তর প্রদেশ, মহারাষ্ট্র ও রাজস্থান।

এফ/২২:৩৩/১৫জুলাই

দক্ষিণ এশিয়া

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে