Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 3.0/5 (5 টি ভোট গৃহিত হয়েছে)

print

আপডেট : ০৭-১৩-২০১৬

‘যুদ্ধাপরাধী পরিবারের মদদে জঙ্গি হামলা হচ্ছে’

‘যুদ্ধাপরাধী পরিবারের মদদে জঙ্গি হামলা হচ্ছে’

চট্টগ্রাম, ১৩ জুলাই- যুদ্ধাপরাধীদের পরিবারের মদদে জঙ্গি ও সন্ত্রাসীরা এসব হামলা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীশেখ হাসিনা। বুধবার (১৩ জুলাই) বিকেলে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন। চট্টগ্রাম, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, ফেনীসহ ১৬ জেলার সঙ্গে ভিডিও কনফারেন্সে এ মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

ধর্মীয় নেতা, শিক্ষক, অভিভাবক, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি, সমাজসেবক, ব্যবসায়ী, সাংবাদিক সবাইকে জঙ্গি সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জঙ্গি হামলা করে বাঙালি জাতিকে বিশ্বের সামনে হেয় করছে, ইসলামকে হেয় করছে। পবিত্র ধর্ম ইসলামকে হেয় করবে তা বরদাশত করবো না।

প্রধানমন্ত্রী প্রশ্ন রেখে বলেন, হামলায় জড়িতরা নামীদামি বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজের ছাত্র। উচ্চবিত্ত পরিবারের সন্তান। তাদের কোনো চাহিদা অপূরণীয় নেই। তারপরও কেন জঘন্য পথে পা বাড়াল?

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন, ইস্ট ডেল্টার উপাচার্য ড. সিকান্দার খান, ইউএসটিসি উপাচার্য ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া, চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি কলিম সরওয়ার, সাবেক সভাপতি আবু সুফিয়ান, জেলা পরিষদ প্রশাসক এমএ সালাম প্রমুখ।

এফ/১৮:০৮/১৩জুলাই

জাতীয়

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে