Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 2.6/5 (5 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৭-১২-২০১৬

স্বামী খ্রিস্টান-স্ত্রী হিন্দু, ধর্মান্তরিত হয়ে আইএসে যোগ

স্বামী খ্রিস্টান-স্ত্রী হিন্দু, ধর্মান্তরিত হয়ে আইএসে যোগ

তিরুবনন্তপুরম, ১১ জুলাই- নিজের মেয়েকে চিনতেন বুদ্ধিমতী‚ প্রাণচঞ্চল হিসেবে। মায়ের সেই চেনা মেয়েটা পাল্টে গেল। মা নিজে ধাক্কা খেলেন যখন দেখলেন হোয়াটসঅ্যাপে মেয়ে নিমিষা দাঁড়িয়ে আছে বোরকা পরে। একটা অন্যধর্মের মেয়ে কি করে বোরকা পরে? 

এক সময় মা-বাবা জানতে পারেন, কয়েকদিনের মধ্যে আচমকাই পাল্টে গেলেন তাদের ধর্মপ্রাণ মেয়েটি। বাড়িতে না জানিয়ে বিয়ে করেন এক খ্রিস্টান তরুণকে। পরে দু’জনে ইসলামে ধর্মান্তরিত হন। খ্রিস্টান বিক্সেনের নাম হয় ইসা এবং হিন্দু নিমিষা নিজের নাম রাখেন ফাতেমা। প্রথমে আপত্তি থাকলেও পরে মেয়ের ইচ্ছাকে মেনে নেয়া হয়। 

মেয়ে শর্ত দেন‚ তিনি বাড়িতে গেলে একমাত্র বোরকা পরেই যাবেন। মেনে নেয়া হয় সেটাও। এরপর বোরকা পরেই বাবা-মায়ের কাছে আসতো মেয়েটা। এভাবে কেটে যায় বেশকটা দিন।

তার বাবা-মা আরো জানায়, ছোট থেকেই তাদের মেয়ে খুব বুদ্ধিমতী ছিল। হোস্টেলে থেকে ডেন্টিস্ট হওয়ার জন্য পড়াশোনা করছিল সে। মেয়েকে প্রতিষ্ঠিত দেখবেন বলে আশায় আশায় ছিলেন বাবা-মা।

মে মাসে ওই তরুণী বাড়িতে জানান, তিনি শ্রীলঙ্কায় যাচ্ছেন ব্যবসা করতে। তারপর থেকেই যোগাযোগ কমে আসে। তারপর কথা হলেও নিজের অবস্থান কিছুতেই বলতে চাইতেন না ওই তরুণী। তবে জুনের প্রথম সপ্তাহ থেকে তার আর কোনো সন্ধানই নেই। বাড়ির লোক জানেনই না মেয়ে কোথায়। এমনকী তারা মেয়ের জামাইকে নিয়েও তেমন কিছু জানেন না। শুধু জানেন তার বয়স ৩২ বছর এবং তিনি একজন এমবিএ।

সোমবার কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে দেখা করে নিখোঁজ নিমিষার মা বিন্দু জানিয়েছেন, তার সন্তানসম্ভবা মেয়েকে নিয়ে মেয়ে জামাই ১৬ মে দেখা করতে আসেন। এরপর থেকে তাদের আর কোনো সন্ধান নেই।

এদিকে জানা গেছে, কেরলা থেকে ২১ তরুণ-তরুণী নিখোঁজ রয়েছে। গত এক মাসের বেশি সময় ধরে তাদের কোনো সন্ধান নেই বাড়ির লোকদের কাছে। প্রশাসনের সন্দেহ‚ এরা সবাই যোগ দিয়েছেন ইসলামিক স্টেট জঙ্গিগোষ্ঠীতে। তাদেরই একজন নিমিষা।

আর/১০:৪৪/১১ জুলাই

দক্ষিণ এশিয়া

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে