Deshe Bideshe

DESHEBIDESHE

Login
ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৭-১১-২০১৬

নেপালের প্রথম মহিলা প্রধান বিচারপতির নিয়োগ

নেপালের প্রথম মহিলা প্রধান বিচারপতির নিয়োগ

কাঠমান্ডু, ১১ জুলাই-  হিমালয় কন্যা নেপালের প্রশাসনিক ক্ষমতার শীর্ষে আরও এক মহিলার নজির৷ দেশের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা মুখ্য বিচারপতির পদে দায়িত্ব নিলেন সুশীলা কারকি৷ নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির নেতৃত্বে চলা  আইনসভায় সুশীলা কারকির নামটি  সর্বসম্মতভাবে অনুমোদন পায়৷  

৬৪ বছর বয়সী সুশীলা কারকি কাঠমান্ডুর ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের আইনের স্নাতক ও বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি পেয়েছেন৷ দুর্নীতি দমনে কোনও ছাড় না দেওয়ার জন্য তিনি দেশে সুপরিচিত। আগামী ১৩ জুলাই তিনি মুখ্য বিচারপতির কার্যালয়ে প্রবেশ করলেই ইতিহাস তৈরি হবে৷কারণ নেপালের শীর্ষ প্রশাসনিক স্তরে স্থান পাবেন তিন মহিলা৷ ইতিমধ্যেই দেশের প্রথম মহিলা প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন বিদ্যাদেবী ভাণ্ডারি৷ নেপালি আইনসভার প্রথম মহিলা অধ্যক্ষ হয়েছেন ওনসারি ঘারতি৷ এবার তাঁদের পাশাপাশি দেশের প্রথম মহিলা প্রধান বিচারপতি হিসেবে স্থান পেলেন সুশীলা কারকি৷


প্রেসিডেন্ট বিদ্যা ভাণ্ডারি, মুখ্য বিচারপতি সুশীলা কারকি ও স্পিকার ওনসারি ঘারতি

রাজতন্ত্র অবসানের পর থেকে রক্ষণশীলতার মোড়ক থেকে বেরিয়ে আসছে নেপাল৷ পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থায় পুরুষদের আধিপত্যে ধাক্কা দিচ্ছেন মহিলারা৷ সাম্প্রতিক সময়ে পরপর তিন মহিলাকে দেশের শীর্ষ প্রশাসনিক স্তরের দায়িত্বে এনে রক্ষণশীলতাকে বড়সড় ধাক্কা দিল নেপাল৷

আর/১৭:১৪/১১ জুলাই

দক্ষিণ এশিয়া

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে