Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৭-১১-২০১৬

পাকিস্তানের ব্যাটিংকে দূর্বলতা ভাবছেন ওয়াসিম আকরাম

পাকিস্তানের ব্যাটিংকে দূর্বলতা ভাবছেন ওয়াসিম আকরাম

সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম জানিয়েছেন, চলতি ইংল্যান্ড সফরে পাকিস্তানের বোলিং আক্রমণ নিয়ে চিন্তিত নন; দুশ্চিন্তাটা দলের ব্যাটিং নিয়ে। আগামী বৃহস্পতিবার লর্ডসে শুরু হবে দুই দেশের মধ্যকার টেস্ট সিরিজ।

পাকিস্তানের কিংবদন্তী এই ক্রিকেটার মনে করেন,  পাকিস্তানের টপ অর্ডাররা ইংল্যান্ডের বিপক্ষে দুর্দশায় পড়তে পারে। কারণ, স্বাগতিক বোলাররা নিজেদের মাঠে অনেক বেশি সুইং করাতে পারবে বলে ধারণা করছেন আকরাম। এ প্রসঙ্গে  তিনি বলেন, ‘ব্যাকফুট টেকনিকের যে কোনো খেলোয়াড় কিংবা যারা সামনে পেছনের কোনোটাতেই নেই, এ ধরনের কন্ডিশনে এই খেলোয়াড়দের বিরুদ্ধে দুর্দশায় থাকবেন।’

৫০ বছর বয়সী আকরাম জানান, প্রথম টেস্টে ইংল্যান্ড পেসার জেমস অ্যান্ডারসন না থাকলেও তার দুশ্চিন্তা পাকিস্তানের ব্যাটিংকে নিয়ে।

এদিকে আকরামের ধারণা ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে এক সময়ের ‘ফিক্সার’ মোহাম্মদ আমির বিরূপ আচরণের শিকার হবেন। ২৪ বছর বয়সী আমির, ২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষেই ম্যাচ পাতানোর কারণে পাঁচ বছরের নিষেধাজ্ঞা ও হাজতবাস শেষে আবারো টেস্ট ক্রিকেটে ফিরছেন। সে ঘটনার ছয় বছর পর বৃহস্পতিবার ক্রিকেট তীর্থ লর্ডসে নামতে যাচ্ছেন তিনি।

বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেন, ‘ আমিরের জন্য এটা মোটেই সহজ হবে না। তার প্রতি আমার পরামর্শ হচ্ছে - খেলাটিকে উপভোগ করতে হবে। সে সুযোগ পেয়েছে ও দক্ষতা অর্জন করেছে সুতরাং তার সেরাটা দেয়ার জন্য চেস্টা করতে হবে।’

ডোপিং নিষেধাজ্ঞা কাটিয়ে পুনরায় খেলা ফেরা স্পিনার ইয়াসির শাহর সঙ্গে আমিরের ভাল একটি জুটি গড়ে উঠতে পারে বলেও উল্লেখ করেন সাবেক ফাস্ট বোলার আকরাম।

এফ/১৫:৫৯/১১জুলাই

ক্রিকেট

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে