Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 3.1/5 (22 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৭-০৯-২০১৬

নতুন করে পুমা’র প্রচারণায় কাইলি জেনার

নতুন করে পুমা’র প্রচারণায় কাইলি জেনার

বার্লিন, ০৯ জুন- জনপ্রিয় স্পোর্টস ব্র্যান্ড ‘পুমা’র প্রচারণায় এবার অংশ নিলেন কাইলি জেনার। গত সপ্তাহে তিনি পুমার স্পোর্টসওয়্যার পরে ইনস্টাগ্রামে কয়েকটি ছবি পোস্ট করেন। এর একটিতে তিনি পরেছিলেন- পুমা’র ক্লাসিক স্নিকারস, টিউব সকস, ডেনিম শর্টস, কালো স্পোর্টস ব্রার ওপর লাল বোম্বার জ্যাকেট এবং ক্লিয়ার রিমের চশমা। একই সাথে তিনি তার নতুন বব হেয়ারকাটও উপস্থাপন করেন।

এছাড়া এ ব্র্যান্ডটির প্রচারণায় তিনি তাদের স্নিকারের কিছু ইতিহাস উল্লেখ করেন। তিনি ইনস্টাগ্রামে উল্লেখ করেন, ‘পুমা সিউডের গল্প শুরু হয়েছিল ১৯৬৮ সালে। এটা পরত মূলত অ্যাথলেটরা, বি-বয়েস এবং এখনকার দিনের হিপ-হপ স্টাররা।’

ছবির পাশাপাশি তিনি একটি ছোট ভিডিও আপলোড করেন। এখানে প্লটটি ছিল একটি পুরানো সাবওয়ে এবংব্যাকগ্রাউন্ডের দেওয়ালটি দেওয়াললিখনে ভর্তি। আর সাথে একটি বুমবক্স হাতে তাকে বেশ ভালই মানিয়েছিল।

এই নিয়ে ১৮ বছর বয়সী এই মডেল দ্বিতীয়বারের মতো এই ব্র্যান্ডের প্রচারণার জন্য কাজ করলেন। তবে এবার তিনি আরেকটু সাধারণ এবং অ্যাথলেটিক লুকে ছিলেন।

মডেলিং

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে