Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 3.0/5 (5 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৭-০৮-২০১৬

মুস্তাফিজের পরিবারে ঈদ আনন্দ মাটি

মুস্তাফিজের পরিবারে ঈদ আনন্দ মাটি

সাতক্ষীরা, ০৮ জুলাই- পবিত্র মাহে রমজানের মাসব্যাপী পর বহু প্রতীক্ষিত ঈদের সব আনন্দ মাটি হয়ে গেল কাটার মাস্টার মুস্তাফিজের পরিবারে। সেখানে এখন শুধু শোকের ছায়া।

আনন্দঘন এই পরিবেশের মধ্যে একটি অপ্রত্যাশিত মৃত্যু শুধু মুস্তাফিজ নন, পরিবার, আত্মীয় স্বজন, পাড়া-প্রতিবেশী এমনকি এলাকার সব মানুষকেই ব্যথিত করে তুলেছে। ঈদের আনন্দ যেনো মুখ ফিরিয়ে নিয়েছে মুস্তাফিজের পরিবার থেকে। তার বদলে নেমেছে বুক ফাঁটা আর্তনাদ। শোকের কালো ছায়া। 

বৃহস্পতিবার সকালে সবাই ঈদ জামাতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। কেউ গোসল করছেন। কেউ নতুন কাপড় চোপড় পরছেন। কেউ জায়নামাজ হাতে নিয়ে অপেক্ষা করছেন। বাড়ির এটা ওটা গোছগাছও চলছে।

চলছে মুস্তাফিজকে ঘিরে সবার মধ্যে এক অনাবিল আনন্দও। রান্নাঘরে চলছে ঈদে নানা ধরনের খাবার দাবার। চলছে অতিথির জন্য অপেক্ষাও। ঠিক এমনই এক মুহূর্ত। মুস্তাফিজের নতুন দোতলা ভবনের উপরে পানি তোলার জন্য বসানো একটি বৈদ্যুতিক মোটরে গোলযোগ দেখা দেয়। ওর চাচাতো ভাই মোতাহার হোসেন সেটি সারাই করতে নিজেই কাজ শুরু করেন।

ক্যাবলে সংযোগ দিতে গিয়েই হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। দ্রুত তাকে নিয়ে যাওয়া হয় নলতা হাসপাতালে। কিন্তু ডাক্তারের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন এক ছেলের বাবা (২৮) কৃষক মোতাহার হোসেন। বিনা মেঘে বজ্রপাতের মতো এ ঘটনায় মুহূর্তেই পাল্টে গেলো বাড়ির চেহারা। শোকে ঢাকা পড়লো মোতাহার পরিবার।

ডুকরে কেঁদে উঠলেন মুস্তাফিজ, তার ভাই মোকলেছুর, বাবা আবুল কাসেমসহ পরিবারের সব সদস্য। সব আনন্দই পরিণত হলো নিরানন্দে। এরপর মোতাহারের নিথর মরদেহ বাড়িতে পৌঁছালে ঈদ জামাতে মিলিত হওয়া মুসুল্লিরাও মুস্তাফিজদের বাড়ি এসে চোখের পানি ধরে রাখতে পারলেন না।

এফ/০৮:৩৫/০৮জুলাই

খেলাধুলা

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে