Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 3.1/5 (44 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৭-০৬-২০১৬

কুমিল্লায় বাস খাদে, নিহত ৩ (ভিডিও সংযুক্ত)

কুমিল্লায় বাস খাদে, নিহত ৩ (ভিডিও সংযুক্ত)

কুমিল্লা, ০৬ জুলাই- ঈদযাত্রার সড়কে কুমিল্লার আলেখাঁর চরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিনজনের মৃত্যু হয়েছে; আহত হয়েছে আরও ছয়জন। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানান ময়নামতি হাইওয়ে থানার ওসি মো. মাহবুবুর রহমান।

নিহত তিনজনের মধ্যে একজন দুর্ঘটনায় পড়া হানিফ পরিবহনের সুপারভাইজর সোহাগ। তার বয়স ৩০-৩৫ বছর হতে পারে। অন্যদের নাম-পরিচয় জানা যায়নি। ওসি মাহবুবুর বলেন, চট্টগ্রাম থেকে ঢাকামুখী হানিফ পরিবহনের বাসটি বেপরোয়া গতিতে চলছিল।

“আলেখার চর এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে একটি টং দোকান চাপা দিয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই তিনজন মারা যায়।” আহত টং দোকানিসহ ছয়জনকে কুমিল্লা শহরের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

সরজমিনে দেখা গেছে, বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। ময়নামতি হাইওয়ে থানার এসআই আবু হানিফসহ পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধারকাজ চালান।

ভিডিও 

এফ/১৬:৪০/০৬জুলাই

কুমিল্লা

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে