Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 3.0/5 (5 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৭-০৬-২০১৬

ফেইসবুকই অনুবাদ করবে পোস্ট

আহমেদ ইফতি


ফেইসবুকই অনুবাদ করবে পোস্ট

নতুন এক ফিচার আনছে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুক। এবার ভিন্ন ভাষাভাষীদের জন্য ফেইসবুক পোস্ট অনুবাদ করে দেবে ওয়েবসাইটটির এই ফিচার।

ব্রিটিশ ট্যাবলয়েড মিরর জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ফ্রেন্ডলিস্টে থাকা ভিন্ন ভাষাভাষীর বন্ধুরা যাতে কোনো পোস্টেই ভাষাজনিত জটিলতার সম্মুখীন না হন, তা 'নিশ্চিত করতেই' প্রতিষ্ঠানটি মাল্টিলিঙ্গুয়াল কম্পোজার টুল নামের নতুন এই ফিচার এনেছে। এতে শুধু পোস্ট লিখেই কোন কোন ভাষায় তা অনুবাদ করতে হবে তা পছন্দ করে দিলেই টুলটি বন্ধুদের ল্যাঙ্গুয়েজ সেটিংসের উপর নির্ভর করে উপযুক্ত সংস্করণটি তাদের কাছে প্রকাশ করবে। এ ছাড়াও এতে একই মেসেজ কয়েকটি ভিন্ন ভাষায় লেখার ঝক্কি থেকেও মুক্তি পাবেন ব্যবহারকারীরা।

নতুন এই ফিচারটি ব্যবহার করতে ফেইসবুকের ল্যাঙ্গুয়েজ সেটিংস-এ গিয়ে 'পোস্ট ইন মাল্টিপল ল্যাঙ্গুয়েজেস' অপশনটি বেছে নিতে হবে। এই ফিচারটি বর্তমানে ৪৫টি ভাষার জন্য চালু রয়েছে বলে জানায় ট্যাবলয়েডটি।

এ সফটওয়্যার আপডেটে জড়িত দলটি এক ব্লগ পোস্টে জানায়, "৫০ শতাংশেরও বেশি ফেইসবুক ব্যবহারকারী ইংরেজি ছাড়া অন্যান্য ভাষাভাষী এবং তাদের অধিকাংশই অন্যদের ভাষা জানেন না। তাই ফেইসবুকে ভাষা সংক্রান্ত বাঁধা দূর করার উপায় খুঁজে বের করতে আমরা সবসময়ই প্রচেষ্টা চালাচ্ছি।"

ফেইসবুক জানায়, "এর সাহায্যে যে শুধু ভিন্ন ভাষাভাষীদের মধ্যে যোগাযোগের উন্নতি ঘটবে তাই নয়, এতে তুলনামূলক কম প্রচলিত ভাষাগুলো সম্পর্কে নতুন তথ্য সংগ্রহের মাধ্যমে আমাদের যন্ত্র অনুবাদ মডেলগুলোর উন্নয়নেও তা সহায়ক হবে।"

আর/১০:৫৪/০৫ জুলাই

বিজ্ঞান ও প্রযুক্তি

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে