Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 3.0/5 (5 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৭-০৫-২০১৬

শপথ নেয়ার সময় নিজের নামই ভুলে গেলেন মন্ত্রী!

শপথ নেয়ার সময় নিজের নামই ভুলে গেলেন মন্ত্রী!

নয়াদিল্লি, ০৫ জুলাই- ক্ষমতায় আসার ২ বছরের মাথায় প্রথমবারের মতো মন্ত্রিসভা সম্প্রসারণ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নতুন আরো ১৯ সদস্য যুক্ত হয়েছে তার মন্ত্রিসভায়। 

মঙ্গলবার সকাল ১১টায় রাষ্ট্রপতি ভবনে মন্ত্রিসভার ১৯ জন নতুন সদস্যকে শপথ বাক্য পাঠ করিয়েছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। সদস্য সংখ্যা বেড়ে বর্তমান মন্ত্রিসভা দাঁড়িয়েছে ৭৮ সদস্যের।  

কেন্দ্রীয় মন্ত্রিসভায় যে নতুন ১৯ জন জায়গা পেয়েছেন তাদের মধ্যে একজন রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার নেতা রামদাস আটাওয়ালে। কিন্তু শপথ নিতে গিয়েই বাধে বিপত্তি। ভুলে গেলেন নিজের নামই, তাই নাম না বলেই শপথবাক্য পাঠ করতে শুরু করে দেন তিনি। সঙ্গে সঙ্গে তাকে থামান রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। 

রাষ্ট্রপতি তাকে প্রথমে নাম বলতে বলেন, তারপর শপথ বাক্য পাঠ করতে বলেন। আর সে কারণে কিছুক্ষণের জন্য থমকে গেলেও আবার নিজের নাম বলে শপথবাক্য পাঠ করেন রাজ্যসভার এই সাংসদ। 

এদিকে এনডিটিভি ও দ্য হিন্দুর খবরে জানানো হয়, দেশের ১০টি রাজ্য থেকে নতুন ১৯ জনকে মন্ত্রী করা হয়েছে। এরমধ্যে উত্তর প্রদেশ ও গুজরাটের রয়েছেন ৩ জন করে।  

এফ/২২:৫৭/০৫জুলাই

দক্ষিণ এশিয়া

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে