ভিএনা, ০১ জুলাই- গত মে মাসে অনুষ্ঠিত অস্ট্রিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল বাতিল করে দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত।নির্বাচনে ফ্রিডম পার্টির কট্টর ডানপন্থী প্রার্থী নরবার্ট হুফার অল্প ব্যবধানে পরাজিত হলে দলটি নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে।
ফ্রিডম পার্টি অভিযোগ করেছে, নির্বাচনে ডাক ভোটগুলো গণনায় অনিয়ম করা হয়েছে। নরবার্ট হুফার গ্রিনস পার্টির সাবেক নেতা অ্যালেক্সান্ডার ভান ডের বেলেনের কাছে মাত্র এক শতাংশেরও কম ভোটের ব্যবধানে পরাজিত হন।
হাইকোর্ট নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচনের আদেশ করেছে। সাংবিধানিক আদালতের প্রধান গেরার্ড হোলজিঙ্গার বলেছেন, ‘২২ মের নির্বাচন নিয়ে ফ্রিডম পার্টির নেতা হেনজ ক্রিস্টিয়ান যে চ্যালেঞ্জ করেছেন তাতে আদালতের সমর্থন রয়েছে।’
ভোটে নির্বাচিত হলে হুফার হবে ইউরোপীয় দেশগুলোর মধ্যে প্রথম কট্টর ডানপন্থী প্রেসিডেন্ট। তার নির্বাচনী প্রচারনা জুড়েই ছিল অস্ট্রিয়ার বর্তমান অভিবাসন নীতি ও মধ্যবিত্তদের জীবনযাত্রার মানের কঠোর সমালোচনা।
পুনরায় প্রেসিডেন্ট নির্বাচনে আদালতের রায়ের পর অস্ট্রিয়ায় বিদায়ী প্রেসিডেন্ট হাইনজ ফিশারকে সাময়িকভাবে প্রতিস্থাপন করবে ৩ জন সংসদীয় কর্মকর্তা। এর মধ্যে হুফারও রয়েছেন। আগামি নির্বাচন অনুষ্ঠিত হতে পারে চলতি বছরের সেপ্টেম্বর কিংবা অক্টোবরে।
আর/১৭:০৪/০১ জুলাই