Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০১৯ , ২৮ অগ্রহায়ণ ১৪২৬

গড় রেটিং: 3.0/5 (5 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৬-২৯-২০১৬

পুজোয় ইডেনে হচ্ছে না ক্রিকেট উৎসব

পুজোয় ইডেনে হচ্ছে না ক্রিকেট উৎসব

কলকাতা, ২৮ জুন- মঙ্গলবার ঘোষিত হয়েছে সেপ্টেম্বর-অক্টোবরে ভারত-নিউজিল্যান্ড সিরিজের পূর্ণাঙ্গ সূচি৷ কিন্তু সূচি ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই তা আবার পরিবর্তিত হল৷ তিন ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচের ভেন্যু পরিবর্তন করা হয়েছে৷ দিন অবশ্য পরিবর্তন হয়নি৷ পুজোর মধ্যে ম্যাচ করা নিয়ে জটিলতা দেখা দেওয়ার জন্য এই পরিবর্তন৷ মূলত, পুলিশি নিরাপত্তা এবং যানবাহন সমস্যার জন্য সূচিতে সামান্য পরিবর্তন কার হয়েছে৷

ইডেনে ৮ অক্টোবর থেকে ১২ অক্টোবর পর্যন্ত তৃতীয় টেস্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল৷ ৮ অক্টোবর মহাসপ্তমী৷ কলকাতায় পুজোর সময় প্রচুর মানুষের চাপ সামলাতে চব্বিশ ঘন্টা কঠোর নিরাপত্তায় ব্যস্ত থাকতে হয় কলকাতা পুলিশকে৷ সেই অবস্থায় ভারত-নিউজিল্যান্ড টেস্ট পাঁচদিন হওয়া মানে তা বাড়তি চাপের৷ পুজোর সময় খেলা হলে দু’দলের সেলিব্রিটি ক্রিকেটারদের নিরাপত্তায় সমস্যা হতে পারে৷

শুধু তাই নয়, যানবাহনের সমস্যাও হতে পারে৷ পুজোয় নো-এন্ট্রি থাকার জন্য যাঁরা খেলা দেখতে আসবেন তাঁরা রাস্তায় সমস্যায় পড়তে পারেন৷ যানজটেরও একটা আশঙ্কা থাকতে পারে৷ আবার পুজোর মধ্যে মাঠে দর্শক টানা নিয়েও দেখা যেতে পারে সমস্যা৷ তাই সবদিক বিবেচনা করে সিএবি বোর্ডকে সূচি পরিবর্তনের জন্য জানায়৷ সেই আবেদনে সাড়া দিয়ে কলকাতায় তৃতীয় টেস্টের পরিবর্তে দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত করার সিদ্ধান্ত নেয় বোর্ডের ফিক্সচার কমিটি৷ দ্বিতীয় টেস্ট হবে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত৷ এটা হওয়ার কথা ছিল ইন্দোরে৷ আর ইন্দোরে হবে ৮ অক্টোবর থেকে ১২ অক্টোবর পর্যন্ত তৃতীয় টেস্ট৷তবে কানপুরে পূর্ব সূচি অনুযায়ী প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে ২২ থেকে ২৬ সেপ্টেম্বর৷

আর/১১:০৪/২৮ জুন

ক্রিকেট

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে