Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৬-২৫-২০১৬

বিশ্বের সবচেয়ে মূল্যবান জুতো, দাম জানেন?

বিশ্বের সবচেয়ে মূল্যবান জুতো, দাম জানেন?

কথায় আছে পায়ের জুতো মাথায় তুলতে নেই। মাথায় না তুলুন কিন্তু এ হেন জুতোর দামের বহর শুনলে যে এ নিয়ে আপনি মাথা ঘামাবেন তা হলফ করে বলা যায়। এই সব জুতোর দাম আকাশ-ছোঁয়া। আপনি জানেন কি বিশ্বের সব চাইতে মূল্যবান জুতোর দাম কত? জানা না থাকলে,  বিশ্বের সবচেয়ে দামী ১০ জুতোর দাম জেনে নিন।


স্টুয়ার্ট উইত্জম্যান তৈরি করেছিলেন ডায়মন্ড ড্রিম স্টিলেটো। মোট ১৫০০টি ৩০ ক্যারট হিরেখচিত এই জুতোর মূল্য ৫ লক্ষ মার্কিন ডলার। (৩ কোটি ৪০ লক্ষ ১৫ হাজার টাকা।)


মার্কিন অভিনেত্রী তথা ডান্সার রিটা হেওয়ার্থের একটি হিল জুতোর দাম তিন মিলিয়ন মার্কিন ডলার (২০ কোটি ১৭ লক্ষ টাকা)।


মার্কিন ডিজাইনার স্টুয়ার্ট উইৎজম্যানের তৈরি সিন্ড্রেলা স্লিপারের দাম ২ মিলিয়ন মার্কিন ডলার (১৩কোটি ৫৪ লক্ষ টাকা)।এই স্টিলেটো জুতোটিকে আকর্ষণীয় করার জন্য প্লাটিনামের উপর দুষ্প্রাপ্য হিরে বসানো হয়েছে।


স্টুয়ার্ট উইৎজম্যান আরও একটি অনবদ্য জুতো তৈরি করেছিলেন। পুরো জুতোটিই রুপো দিয়ে তৈরি হয়ে যায়। এই জুতোর ফিতেটিতে ২৮ক্যারাট হিরে বসানো রয়েছে। এখানেই শেষ নয়।এই জুতোতে রয়েছে দুষ্প্রাপ্য ১৮৫ ক্যারাট নীলা। জুতোটির মূল্য ২ মিলিয়ন মার্কিন ডলার (১৩কোটি ৫৪ লক্ষ টাকা)।


‘উইজার্ড অব ওজ’ জুতো থেকে অনুপ্রাণিত হয়ে উৎজম্যান একটি চমৎকার জুতো ডিজাইন করেন।১২৩ ক্যারাটের ৬৪৩টি চুনিখচিত এই জুতোর দাম ১০ কোটি ৭৭ লক্ষ টাকা।


প্লাটিনাম গিল্ড স্টিলেটো জুতোর দাম প্রায় ১.৯ মিলিয়ন মার্কিন ডলার (৭ কোটি ৩৩ লক্ষ টাকা। এই জুতোয় ৪৬৪টি হীরে বসানো রয়েছে।


উইৎজম্যানের তৈরি রেট্রো রোজ পাম্প শুয়ের দাম ১ মিলিয়ন মার্কিন ডলার (৬ কোটি ৭২ লক্ষ টাকা)। এই জুতো জোড়ায় প্রায় ১,৮০০টি হিরে দিয়ে গোলাপ ফুলের নকসা করা হয়েছে।


উইৎজম্যান মেরিলিন মনরোর জন্য একটি অসাধরণ পেন্সিল হিল তৈরি করেছিলেন। যা দাম প্রায় দাম ১ মিলিয়ন মার্কিন ডলার (৬ কোটি ৭২ লক্ষ টাকা)।


নিউ জিল্যান্ডের ডিজাইনার ক্যাথরিন উইলসনের তৈরি হিরেখচিত এই জুতোর দাম ৪ লক্ষ ১৮ হাজার ৪৫০ মার্কিন ডলার।(২ কোটি ৮৪ লক্ষ ৬৭ হাজার ১৫৩ টাকা।)


১৮ শতকে হায়দরাবাদের নিজাম সিকন্দর জাহ-র তৈরি এই জুতো রয়েছে টরন্টোর এক মিউজিয়ামে।সোনার সুতোয় বোনা হিরে বসানো এই জুতোর দাম ১ লক্ষ ৬০ হাজার মার্কিন ডলার। (১ কোটি ৮ লক্ষ ৮৪ হাজার ৮০০ টাকা।)

আর/১০:২০/২৫ জুন

জানা-অজানা

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে