Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 3.6/5 (16 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৬-২৫-২০১৬

ইইউর সঙ্গে থাকতে প্রয়োজনে স্বাধীনতা চাইবে স্কটল্যান্ড : স্টার্জন

ইইউর সঙ্গে থাকতে প্রয়োজনে স্বাধীনতা চাইবে স্কটল্যান্ড : স্টার্জন

লন্ডন, ২৫জুন- স্কটল্যান্ডের নেত্রী নিকোলা স্টার্জন বলেছেন, ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ছাড়ার পক্ষ নিলেও তা স্কটল্যান্ডের জনগণের কাছে গ্রহণযোগ্য নয়। ইইউর সঙ্গে থাকতে প্রয়োজনে স্কটল্যান্ডকে স্বাধীন করতে দ্বিতীয় গণভোট আয়োজনের ঘোষণা দেন তিনি।

বৃহস্পতিবারের গণভোটে অধিকাংশ স্কটিশ ইইউ-এর  সাথে থাকার পক্ষে ভোট দিয়েছেন।

তিনি বলেন, ‘‘দ্বিতীয় গণভোটের বিষয়টি আলোচনায় থাকা প্রয়োজন, এবং তা আছে। নতুন গণভোট আয়োজন করতে যখনই প্রয়োজন হবে তখনই আমরা পার্লামেন্টে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করব’’।

স্টার্জন আরো বলেন, স্কটল্যান্ডকে যদি তার ইচ্ছার বিরুদ্ধে ইইউ থেকে বের হয়ে যেতে হয় তবে স্কটিশ পার্লামেন্টের দ্বিতীয় বারের মত গণভোটের পথে হাঁটা উচিৎ। এ সময় ২০১৪ সালের গণভোটের কথা স্মরণ করেন তিনি। যুক্তরাজ্য থেকে বের হয়ে স্বাধীনতা হওয়ার পক্ষে-বিপক্ষে গণভোট হয়েছিল ২০১৪ সালে। ৫১-৪৯ শতাংশ ভোটে তখন যুক্তরাজ্যের অখন্ডতার পক্ষ নিয়েছিল স্কটল্যান্ডের জনগণ।

এ আর/১৩:৫৫/২৫জুন

ইউরোপ

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে