Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৬-২৫-২০১৬

দেশে ১২ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে

দেশে ১২ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে

ঢাকা, ২৫জুন- স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দেশে বর্তমানে ১২ শতাংশ মানুষ আর্সেনিক দূষণজনিত ঝুঁকির মধ্যে রয়েছে। এ থেকে বেড়িয়ে আসতে সরকারকে নতুন নতুর প্রকল্প হাতে নিতে হবে।

শনিবার জাতীয় সংসদের একাদশতম অধিবেশনে চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য দিদারুল আলমের টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী জানান, ২০০৩ সালে স্থানীয় সরকার বিভাগের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর সারা দেশের ২৭১টি উপজেলায় ৫০ লাখ নলকূপে আর্সেনিক পরীক্ষা করে। যার মধ্যে ১৪ দশমিক ৫ লাখ অর্থাৎ ২৯ শতাংশ নলকূপের পানিতে মাত্রাতিরিক্ত (৫০ পিপিবি’র উপরে) আর্সেনিক পাওয়া গেছে।

মন্ত্রী জানান, পরবর্তীতে সরকার কর্তৃক প্রতিকারমূলক নানা ব্যবস্থা নেওয়ায় ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সংখ্যা কমেছে। বর্তমানে ১২ শতাংশ মানুষ আর্সেনিক দূষণজনিত ঝুঁকির মধ্যে রয়েছে।

তিনি বলেন, ‘স্থানীয় সরকার বিভাগের আওতাধীন ঢাকা ওয়াসা ঢাকাকে সুন্দর, আধুনিক নাগরিক সেবা প্রদানে সক্ষম নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে একটি ড্রেনেজ মাস্টার প্ল্যান তৈরি করেছে। যার বাস্তবায়ন কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।’ ২০৪০ সালের মধ্যে এ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন কাজ সম্পন্ন হবে বলেও জানান তিনি।

পাবনা-২ আসনের সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজুর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘বর্তমানে ১২৭টি পৌরসভায় স্থানীয় সরকার বিভাগের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক তিনটি প্রকল্পের আওতায় পাইপ লাইন ও নলকূপের মাধ্যমে সুপেয় পানিয় জলের ব্যবস্থা করা হচ্ছে।’

প্রকল্প তিনটি হচ্ছে- ৪০ পৌরসভা ও গ্রোথ সেন্টারে অবস্থিত পানি সরবরাহ ও এনভায়রনমেন্টাল স্যানিটেশন প্রকল্প (ফেইজ-২), থানা সদর ও গ্রোথ সেন্টারে অবস্থিত পৌরসভাসমূহে পাইপ লাইনের মাধ্যমে পানি সরবরাহ ও এনভায়রনমেন্টাল স্যানিটেশন (দ্বিতীয় পর্ব) প্রকল্প, ৩৭ জেলা শহরে পানি সরবরাহ প্রকল্প।

এ আর/১৩:৫০/২৫জুন

জাতীয়

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে