Deshe Bideshe

DESHEBIDESHE

Login
ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৬-২৪-২০১৬

সুচির কাছে রোহিঙ্গাদের স্বীকৃতি দেওয়ার আহ্বান  

সুচির কাছে রোহিঙ্গাদের স্বীকৃতি দেওয়ার আহ্বান

 

নেপিদ, ২৪ জুন- রোহিঙ্গাদের মিয়ানমারের নাগরিক বলে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছে রাইটস অব রিফুজি অ্যান্ড স্টেটলেস পারসনদের জোট (সিআরএসপি)। বর্তমানে মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী ও উপদেষ্টা অং সান সুচি থাইল্যান্ড সফর করছেন। সেখানে গতকাল বৃহস্পতিবার তাঁর প্রতি এ আহ্বান জানানো হয়।

ব্যাংককে থাই ফরেন করেসপনডেন্টস ক্লাবে সুচির উদ্দেশে এক বিবৃতি পড়ে শোনান সিআরএসপির সদস্যরা। সেখানে পুলিশি কড়াকড়ির কারণে সাংবাদিকদের প্রশ্ন করার সুযোগ ছিল না।

বিবৃতিতে দেশটির ১৯৮২ সালের নাগরিক আইন রদ করার দাবি জানানো হয়। এই আইনের মাধ্যমে সংখ্যালঘু মুসলিম যারা রোহিঙ্গা নামে পরিচিত, তারা নৃতাত্ত্বিক সংখ্যালঘু গোষ্ঠীর আওতায় অন্তর্ভুক্ত হতে পারে না।

ক্লাবে সেই অনুষ্ঠানে অংশ নেওয়া ফোরটিফাই রাইটস নামের একটি অলাভজনক সংস্থার মুখপাত্র পুতানি কাংকুন অংশ নেন। তিনি বলেন, আমার এখানে আসা প্রায় বাতিলই হয়ে যাচ্ছিল। বিভিন্ন ধরনের বাধা ছিল। কিন্তু শেষ পর্যন্ত আমরা সম্মেলনে আসতে পেরেছি। যদিও সাংবাদিকদের প্রশ্ন করার কোনো সুযোগ দেওয়া হয়নি।

এ আর/১৪:১৫/ ২৪ জুন

এশিয়া

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে