Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, মঙ্গলবার, ২১ মে, ২০১৯ , ৬ জ্যৈষ্ঠ ১৪২৬

গড় রেটিং: 3.0/5 (5 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৬-২৩-২০১৬

২৮৫ জন ভারতীয়ের নাম আইএসের খতম তালিকায়

২৮৫ জন ভারতীয়ের নাম আইএসের খতম তালিকায়

নয়া দিল্লী, ২৩ জুন- সন্ত্রাসবাদী সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) ‘খতম তালিকা’য় রয়েছে কম করে ২৮৫ জন ভারতীয়ের নাম।

যাঁদের ‘যেখানে পাবে, সেখানেই নৃশংস ভাবে’ খুন করার ‘ফতোয়া’ জারি করেছে আইএস। ওই তালিকায় থাকা ভারতীয়দের ঠিকানাও দিয়ে দেওয়া হয়েছে। তালিকায় আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স ও কানাডা সহ ১৮টি ইউরোপীয় ও ভারতকে নিয়ে কয়েকটি এশীয় দেশের ৪ হাজার ৬৮১ জন নাগরিকের নাম রয়েছে।

ইন্টারপোল জানাচ্ছে, ওই ‘খতম তালিকা’য় যাঁদের নাম রয়েছে, তাঁদের কেউই কখনও আইএসের বিরুদ্ধে প্রকাশ্যে বা গোপনে কোনও বিষোদ্গার করেছেন বা তাঁরা অন্য কোনও জঙ্গি সংগঠনে রয়েছেন, এমন কোনও তথ্যপ্রমাণ মেলেনি। গত এক মাসে এই নিয়ে দ্বিতীয় বার ‘খতম তালিকা’ প্রকাশ করা হল আইএসের তরফে।

আইএস ঘনিষ্ঠ ‘ইউনাইটেড সাইবার ক্যালিফেট’ নামে একটি সংস্থা ওই তালিকা প্রকাশ করেছে বুধবার। আর সেই তালিকাটি একটি বেসরকারি টিভি চ্যানেলে দেখানোও হয়েছে। যাঁদের যাঁদের নাম ওই তালিকায় রয়েছে, তাঁদের ছবি দেখিয়ে আইএস জঙ্গিদের উদ্দেশে বলা হয়েছে, ‘ওদের যেখানে যে অবস্থায় পাও, খুন কর। নৃশংস ভাবে খুন কর। আর সে কাজে দেরি কোরো না।’
আরও পড়ুন- আরও হামলা হবে, ফোনে হুমকি দিয়েছিল মতিন

জিহাদি গোয়েন্দা সংস্থা ‘সাইট’ অবশ্য ওই ‘খতম তালিকা’র সত্যাসত্য নিয়ে সংশয় প্রকাশ করেছে।

জাতীয় তদন্তকারী সংস্থার (এনআইএ) কর্তাদের বক্তব্য, ‘‘এমন কোনও ‘খতম তালিকা’র কথা আমরা জানি না। তবে অরল্যান্ডোর ঘটনার পর আইএস নিজের প্রচারের জন্যেও এমন চাল চালতে পারে। সব কিছু খতিয়ে দেখা হচ্ছে।’’

আর/১৭:১৪/০১ জুন

দক্ষিণ এশিয়া

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে