টোকিও, ২২ জুন- জাপানে ভূমিকম্পের পরে সৃষ্ট ভারি বর্ষণে ছয় জন মারাগেছে এবং একজন শিক্ষার্থী নিঁখোজ হয়েছে। বুধবার জপানের দক্ষিণপশ্চিমাঞ্চলের কুমামোতোতে ভারি বর্ষেনের সৃষ্টি হয়। দুই মাস আগে জাপানে একটি বড় মাত্রার ভূমিকম্প হয়। সেই ভূমিকম্পের রেশ কাটিয়ে উঠতে না উঠতে তাদের সামনে নতুন করে দেখা দিয়েছে ভারি বর্ষণ।
এনএইচকের ন্যাশনাল রিপোর্টের একটি প্রতিবেদনে বলা হয়, এপ্রিল মাসের ভূমিকম্পে ৪৯ জন নিহত হয়। অনেক ঘরবাড়ি ভেঙ্গে যায় ফলে মানুষকে খোলা জায়গায় আশ্রয় নিতে হয়। একজন উপদ্রুত নারী বলেন, ভূমিকম্পের সময় আমি কিছু নিয়েই বের হতে পারিনি শুধু মাত্র পরণের কাপড়টি ছাড়া। ভূমিকম্পের পরে ঘন্টায় ১০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। টানা বৃষ্টির কারণে বিভিন্ন জায়গা খত হয়ে গর্ত হয়েগেছে। ঘরছাড়া হয়েছে অনেক মানুষ।
গত বুধবার প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে সংসদীয় উচ্চকক্ষের নির্বাচনী প্রচারণার জন্য কুমামোতো অঞ্চলে যাবেন। তিনি আসলে তাকে নির্বাচনী প্রচারণায় বাধা দেয়া হবে বলে জানায় বাস্তুহীন মানুষেরা। তবে কর্তৃপক্ষের দাবি গত এপ্রিল ৭.৩ মাত্রার ভূমিকম্প হওয়ার পর সেখানে একটি ভূমিধ্বসের আশঙ্কা করে লোকজনদের আগেই সতর্ক করে দেয়া হয়েছিল।
আর/১৭:১৪/২২ জুন