Deshe Bideshe

DESHEBIDESHE

Login
ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 1.0/5 (1 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৬-২১-২০১৬

বাহরাইনের সর্বোচ্চ শিয়া নেতার নাগরিকত্ব বাতিল

বাহরাইনের সর্বোচ্চ শিয়া নেতার নাগরিকত্ব বাতিল

মানামা, ২১ জুন- বাহরাইনের সর্বোচ্চ শিয়া নেতার নাগরিকত্ব বাতিল করা হয়েছে। দেশের বিরুদ্ধে বিদেশিদের খুশি করতে কাজ করা এবং সহিংসতা সৃষ্টির অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। 

বিবিসি অনলাইনের ব্রেকিং নিউজে এ তথ্য জানানো হয়েছে। 

বাহরাইনের সর্বোচ্চ শিয়া নেতা আয়াতুল্লাহ শেখ ইসা কাসিম। বাহরাইন সরকারের বিরুদ্ধে সবচেয়ে বড় গোষ্ঠীর নেতা তিনি। 

বাহরাইন সুন্নি সংখ্যাগরিষ্ঠ একটি আরব দেশ। উপসাগরীয় দেশগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ এ দেশে সুন্নিরা কখনো শিয়াদের আধিপত্য মেনে নিতে চায়নি। 

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, শেখ আল কাসিম তার অবস্থানকে দেশের বিরুদ্ধে বিদেশিদের স্বার্থে ব্যবহার করছেন। তিনি বিচ্ছিন্নতাবাদ ও সহিংসতা উসকে দিচ্ছেন। 

‘আয়াতুল্লাহ’ শিয়া নেতাদের সর্বোচ্চ পদবি। শেখ কাসিম বাহরাইনের আয়াতুল্লাহ। নাগরিক ও রাজনৈতিক সুবিধা নিশ্চিত করতে তার নেতৃত্বে সরকারবিরোধী আন্দোলন করে শিয়া সম্প্রদায়। 

এ আর/০৯:১০/ ২১জুন

মধ্যপ্রাচ্য

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে