Deshe Bideshe

DESHEBIDESHE

Login
ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 1.5/5 (2 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৬-২০-২০১৬

কাজি নজরুলের পংক্তিকে বাস্তবে রূপ দিয়েছে এই গ্রামগুলি

কাজি নজরুলের পংক্তিকে বাস্তবে রূপ দিয়েছে এই গ্রামগুলি

রাজস্থান, ২০ জুন- এখনও আমরা স্মরণ করি, ‘মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু-মুসলমান’৷ তবে বর্তমান পরিস্থিতি মাঝে মাঝেই প্রশ্নচিহ্ন তুলে দেয় কবি কাজি নজরুল ইসলামের এই লাইনটির প্রতি৷ তবে জানলে অবাক হবেন, সত্যিই আমাদের দেশে এখনও এমন বহু জায়গা আছে যেখানে আজও জাত-ধর্মের বেড়াজাল ভেঙে একত্রে পরস্পরের ধর্মীয় অনুষ্ঠান পালন করেন গ্রামের হিন্দু ও মুসলমান বসবাসকারীরা৷ 

এমনই নজির গড়েছে রাজস্থানের বারমের ও জয়সলমির জেলার একাধিক গ্রাম৷ যেখানে পবিত্র রমজান মাসে মুসলমানদের সঙ্গে রোজা পালন করেন সেখানকার বসবাসকারী হিন্দুরাও৷ শুধু তাই নয়, অনেকে আবার যোগদান করছে নমাজেও৷ একইভাবে, এসব গ্রামে হিন্দুদের দেওয়ালি ও গণেশ পুজোতে অংশগ্রহণ করেন মুসলমান গ্রামবাসীরাও৷ জানা গিয়েছে, দেশভাগের পর সীমান্ত লাগোয়া এই গ্রামগুলিতে বহু হিন্দু-মুসলমান মানুষ বসবাস শুরু করেছিলেন একত্রে৷ সেই থেকেই তাঁদের মধ্যে ধর্মীয় সংস্কৃতি আদান-প্রদানের রীতি শুরু হয়েছিল৷

বারমের জেলার গোহড কা তালা গ্রামের বাসিন্দা ডাঃ মেঘরাম গাডবীর জানিয়েছেন, এই গ্রামে বসবাসকারী দু’ধর্মের লোকেরা পরস্পরের লোকাচার,সুখ-দুঃখ সব কিছুই ভাগ করে নেয়৷ একই কথা জানিয়েছেন, গাজী খান বান্না নামে আর এক গ্রামবাসী৷ তাঁর বক্তব্য, হিন্দুদের গণেশ পুজোতে আমরা যেমন বাজনা বাজাই, আবার তাদের বিয়ে বা অনুষ্ঠান বাড়িতেও বাজাই৷ এভাবেই অবলীলায় এই গ্রামগুলির মানুষ দুটি আলাদা ধর্মের অনুসারী হয়েও পরস্পরকে কাছে টেনে নিয়েছে৷ প্রজন্মের পর প্রজন্ম ধরে বাস্তবায়িত করে তুলেছে কবি নজরুল ইসলামের এই পংক্তিটি: ‘‘মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ৷

এ আর/০৮:২০/ ২০ জুন

দক্ষিণ এশিয়া

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে