Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 3.0/5 (16 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৬-১৭-২০১৬

এমপি নির্বাচন করতে যাচ্ছেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

এমপি নির্বাচন করতে যাচ্ছেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

ময়মনসিংহ, ১৭ জুন- জ্যোতিকা জ্যোতি ছোটপর্দার জনপ্রিয় মুখ। আছেন সামাজিক নানা আন্দোলনেও। শাহবাগ আন্দোলন থেকে শুরু করে নানা ধরনের আন্দোলনে সংস্কৃতিকর্মী হিসেবে তাঁর সরব পদচারণা দেখা গেছে। শুধু সামাজিক আন্দোলনেই নয়, অভিনয়ের পাশাপাশি এই অভিনেত্রী এবার দাঁড়াতে যাচ্ছেন নিজ এলাকার মানুষের সুখে দুঃখেও। এ জন্য আসন্ন উপ নির্বাচনে নিজ এলাকায় সংসদ সদস্য প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়াতে আওয়ামীলীগের মনোনয়নও চেয়েছেন।

আওয়ামীলীগের টিকিট পেলে ময়মনসিংহের গৌরীপুর আসনের উপনির্বাচনে অংশ নিতে দেখা যাবে জ্যোতিকে।

জানা যায়, গত ২ মে সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের সংসদ সদস্য ডাঃ ক্যাপ্টেন (অব.) মজিবুর রহমান ফকিরের মৃত্যুর পর গৌরীপুর আসনটি শূন্য হয়। আসনটিতে উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই উপনির্বাচনে গৌরীপুরের ২২জন প্রার্থী আওয়ামীলীগের মনোনয়ন চেয়ে আবেদন করেছেন। এর মধ্যে জ্যোতিকা জ্যোতিও আছেন।

তফসিল অনুযায়ী আগামী ১৮ই জুলাই ওই আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আর/১২:০৪/১৭ জুন

ঢালিউড

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে