Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 2.9/5 (83 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৬-১৬-২০১৬

কুয়েতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী নিহত

মঈন উদ্দিন সরকার


কুয়েতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী নিহত

কুয়েত সিটি, ১৬ জুন- কুয়েতে ১৫ জুন বুধবার ভোরে সড়ক দুর্ঘটনায় আলী ইসলাম নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। হাসাবিয়া নামক স্থানে ৬ নম্বর হাইওয়ে রাস্তা পারা হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। আলী ইসলাম তখন নিজ কর্মস্থলে যাচ্ছিলেন। তিনি আল তোয়েক কোম্পানিতে কর্মরত ছিলেন। ১৩ বছর আগে কুয়েতে আসেন।

আলী ইসলাম নরসিংদী জেলার মনোহরদী উপজেলার গোতাশিয়ার মধুসাল গ্রামের মরহুম আবদুল মজিদের ছেলে। তাঁর লাশ স্থানীয় একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। আল তোয়েক কোম্পানির এক কর্মকর্তা প্রকৌশলী আবু সাঈদ জানান, আল ইসলামের দেশের বাড়িতে যোগাযোগ করা হয়েছে।

এই বিষয়ে আজ (১৬ জুন) স্থানীয় সময় সকাল সাড়ে নয়টায় কুয়েতে বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করলে শ্রম বিভাগ জানায় তারা দুর্ঘটনার খবর জানতে পেরেছেন। তবে তখন পর্যন্ত কোম্পানি বা নিহতের আত্মীয়স্বজন কেউ তাদের সঙ্গে যোগাযোগ করেননি।

কুয়েতে ছোট বড় সকল রাস্তায় জেব্রা ক্রসিং ছাড়া পারাপার সম্পূর্ণ নিষিদ্ধ ও স্থানীয় আইনে তা অপরাধ। অনেক সময় লোকজন সময় বাঁচাতে জেব্রা ক্রসিং ছাড়া রাস্তা পারাপার হতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন।

আর/১০:১৪/১৬ জুন

কুয়েত

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে