Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৬-১৬-২০১৬

তরুণদের টিভি'র বদলে সামাজিক যোগাযোগের মাধ্যমে সংবাদ পড়ার প্রবণতা বেশি

তরুণদের টিভি'র বদলে সামাজিক যোগাযোগের মাধ্যমে সংবাদ পড়ার প্রবণতা বেশি

খবর এখন হয়ে পড়েছে অনলাইননির্ভর। বর্তমান সময়ে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে সবচেয়ে বেশি খবরাখবর শেয়ার হয়ে থাকে। কাউকে আর আলাদা করে তাই টিভি সেটের সামনে বসে থাকতে হয়না। খুব সহজেই হাতের মুঠোর ডিভাইসে একনিমিষে সব খবর নিয়ে নেয়া যায়। 

১৮ থেকে ২৪ বছর বয়সী তরুণদের মধ্যে পরিচালিত এক জরিপে দেখা গেছে, ২৮ শতাংশ মূল সংবাদমাধ্যম হিসেবে বেছে নিচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমকে। আর টেলিভিশনে সংবাদ দেখছে ২৪ শতাংশ তরুণ। সারা বিশ্বের ২৬টি দেশের প্রায় ৫০ হাজার লোকের ওপর এই জরিপ চালানো হয়। বার্তা সংস্থা রয়টার্সের এই সমীক্ষায় দেখা গেছে, ইন্টারনেট ব্যবহারে সক্ষম ৫১ শতাংশ মানুষ সংবাদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমকেই বেছে নেয়।  জরিপের প্রতিবেদনে বলা হয়েছে, জরিপের ফলাফল সারা বিশ্বের সংবাদ সংস্থাগুলো এবং প্রকাশকদের ভবিষ্যৎ নিয়ে গভীরভাবে ভাবাচ্ছে।

জরিপে দেখা গেছে, অনলাইনের খবরগুলোর ৪৪ শতাংশ ফেসবুকে, ১৯ শতাংশ ইউটিউবে এবং ১০ শতাংশ টুইটারে শেয়ার করা হয়। তাই সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো এখন শুধু যোগাযোগের নয় খবরের জন্যও বিশাল এক মাধ্যম। অন্যদিকে প্রিন্ট সংবাদপত্রের পরিমাণ দিন দিন কমে গিয়ে সেই জায়গাটা দখল করে নিচ্ছে খবরের অনলাইন পোর্টালগুলো। 

এ আর/১৬:১২/ ১৬জুন

বিজ্ঞান ও প্রযুক্তি

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে