Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৬-১৪-২০১৬

প্রযুক্তি বিশ্বের সবচেয়ে দামি বেচাকেনা

প্রযুক্তি বিশ্বের সবচেয়ে দামি বেচাকেনা

প্রযুক্তি বিশ্বের এখন সবচেয়ে দামি খবর ২৬ দশমিক ২ বিলিয়ন ডলারে লিংকডইন কিনে নিচ্ছে মাইক্রোসফট। ২০০৩ সালে যাত্রা শুরু করেছিল লিংকডইন।

পেশাজীবীদের সবচেয়ে বড় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট হিসেবে গণ্য করা হয় সাইটটিকে। এ বছরের মার্চের তথ্য অনুযায়ী লিংকডাইনে ৪৩৩ মিলিয়ন ব্যবহারকারী রয়েছে যাদের মধ্যে ১০৬ মিলিয়ন ব্যবহারকারী সক্রিয়।

বিশ্বের ২৪টি ভাষায় লিংকডইনের ওয়েবসাইট রয়েছে। তবে এর বাইরেও প্রযুক্তি দুনিয়ায় অনেক প্রতিষ্ঠান বেচাকেনা হয়েছে। এরকম কিছু দামি হাতবদলের খবর জানিয়েছে বার্তাসংস্থা এপি।  

ইএমসি কিনছে ডেল
৬৭ বিলিয়ন ডলারের বিনিময়ে ডাটা স্টোরেজ প্রতিষ্ঠান ইএমসি কে কিনে নিচ্ছে ডেল। গত বছরের অক্টোবরে এই ঘোষণা দিয়েছিল ডেল। এ বছরের শেষ নাগাদ এই মালিকানা হস্তান্তরের প্রক্রিয়া চূড়ান্ত হবে।

ব্রডকম করপোরেশনের কিনে নেয় আভাগো টেকনোলজিস

এ বছরের আরেকটি আলোচিত হাতবদল। গত পয়লা ফেব্রুয়ারি চিপ নির্মাতা প্রতিষ্ঠান ব্রডকম করপোরেশন কিনে নেওয়ার ঘোষণা দেয় আভাগো টেকনোলজিস। এর মাধ্যমে ওয়্যারলেস ডিভাইস তৈরির বাজারে আভাগোর আধিপত্য বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে।

হোয়াটসঅ্যাপ কিনে নেয় ফেসবুক
ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপকে ২০১৪ সালে কিনে নেয় মাইক্রোসফট। মালিকানা বদলের বিনিময়ে ফেসবুককে দিতে হয়েছিল ২১ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলার। ফেসবুকের অধীনে ভালোই করছে হোয়াটসঅ্যাপ। বিশ্বজুড়ে এখন ১০০ কোটিরও বেশি  ব্যবহারকারী হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন।  

কমপ্যাক কিনে নেয় এইচপি
২০০২ সালে ১৯ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে ল্যাপটপ নির্মাতা প্রতিষ্ঠান কমপ্যাক কিনে নিয়েছিল এইচপি। এক সময়ে পিসি বিক্রিতে শীর্ষে ছিল এইচপি। তবে ল্যাপটপ, ট্যাব ও স্মার্টফোনের মতো ডিভাইসের জনপ্রিয়তা বাড়ার কারণে এইচপির ডেস্কটপ বিক্রি কমে যায়।

ভেরিতাস কিনে নেয় সিমেনটেক
২০০৫ সালে ১৩ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে ভেরিতাসকে কিনে নিয়েছিল সিকিউরিটি সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান সিমেনটেক। তবে ভেরিতাসকে কিনে খুব একটা সুবিধা করতে পারেনি সিমেনটেক তাই আট বিলিয়ন ডলারের বিনিময়ে কার্লাইল গ্রুপের কাছে আবার ভেরিতাসকে বিক্রি করে দেয় সিমেনটেক।

ইলেকট্রনিক ডাটা সিস্টেমস কিনে নেয় এইচপি
২০০৮ সালে ১৩ বিলিয়ন ডলারের বিনিময়ে ইলেকট্রনিক ডাটা সিস্টেমসকে কিনে নিয়েছিল এইচপি।

মটোরোলা মবিলিটি কিনে নেয় গুগল
২০১২ সালে ১২ দশমিক ৪ বিলিয়ন ডলারের বিনিময়ে মটোরোলা হোল্ডিংস ইনকরপোরেশনকে কিনে নেয় গুগল। এর সাথে সাথে মটোরোলার ১৭ হাজার প্যাটেন্টের মালিকানাও চলে যায় গুগলের হাতে। তবে মটোরোলার কারণে দুই বছরে দুই বিলিয়ন ডলার ক্ষতি গুনতে হয় গুগলকে। সে কারণে পরবর্তী সময়ে দুই দশমিক নয় বিলিয়ন ডলারের বিনিময়ে লেনোভোর কাছে মটোরোলার মোবাইল ইউনিট বিক্রি করে দেয় তারা।

পিপলসফট কিনে নেয় ওরাকল
২০০৫ সালে ১১ দশমিক ১ বিলিয়ন ডলারের বিনিময়ে হিউম্যান রিসোর্স সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান পিপলসফট কিনে নিয়েছিল ওরাকল।

স্কাইপে কিনে নেয় মাইক্রোসফট
২০১১ সালে আট দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে ভিডিও ও অডিও কলিংয়ের জনপ্রিয় অ্যাপ স্কাইপে কিনে নিয়েছিল মাইক্রোসফট।

সান মাইক্রোসিস্টেমস কিনে নেয় ওরাকল
২০১০ সালে সাত দশমিক চার বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে সান মাইক্রোসিস্টেমসকে কিনে নিয়েছিল ওরাকল।

আর/১০:১৪/১৪ জুন

বিজ্ঞান ও প্রযুক্তি

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে