মুম্বাই, ১৪ জুন- শান্ত নীল রঙা সমুদ্র। জ্যাকলিন ফার্নান্দেজ দিব্যি সেখানে লাইফ জ্যাকেট গায়ে নিয়েই নেমেছিলেন। তবে লাইফ জ্যাকেট থাকলেই কী আর হয়! একটু বেকায়দার মতো মনে হতেই চেঁচিয়ে সাহায্যও চাইলেন সিদ্ধার্থ মালহোত্রার কাছে। প্রায় সঙ্গে সঙ্গেই অবশ্য সামলে নিতে পেরেছেন পরিস্থিতি। ঘটনাস্থল, মিয়ামি।
হঠাৎ মিয়ামিতে এই দুজনে কেন? না, গুজবের কোনো সুযোগ থাকছে না। দুজনে গিয়েছেন সিনেমার শুটিংয়েই। বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে এ রকম কথাও এসেছিল, ‘ব্যাং ব্যাং’-এর সিক্যুয়েল শুটিংয়ের জন্যই সমুদ্রে লাফালাফি। তবে টাইমস অব ইন্ডিয়া জানাচ্ছে, ‘ব্যাং ব্যাং’ সংক্রান্ত বিষয়টি সত্য নয় মোটেও। নতুন একটি ছবির জন্য কাজ করছেন তাঁরা, সেটির জন্য কিছু অ্যাকশন দৃশ্য ধারণের কাজ চলছে এখন। তবে সেটি কোন ছবি, সেটা কোনো সূত্রের থেকেই পাকাপাকিভাবে জানা যায়নি।
মিয়ামির শুটিংয়ের পর পুরো ইউনিট ফেরত আসবে মুম্বাইয়ে। এরপর সবাই মিলে আবার রওনা দেবে মালয়েশিয়ার উদ্দেশে। সে সংক্রান্ত প্রাথমিক প্রস্তুতিও এরই মধ্যে নেওয়া শেষ।
সিদ্ধার্থ এবং জ্যাকলিন, দুজনেই এই শুটিংয়ের ভিডিও এবং ছবি শেয়ার করেছেন ইনসটাগ্রামে।
আর/১২:০৪/১৪ জুন