Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 3.0/5 (5 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৬-১৩-২০১৬

ফেইসবুক কমেন্টে ভিডিও

আহমেদ ইফতি


ফেইসবুক কমেন্টে ভিডিও

কমেন্ট হিসেবে ভিডিও আপলোড সুবিধা চালু করেছে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুক।

বৃহস্পতিবার ফেইসবুক কর্মকর্তা ও হ্যাকাথন কোর হ্যাকার বব বল্ডউইন জানান, বিশ্বব্যাপী ডেস্কটপ ওয়েব, আইওএস এবং অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এখন কমেন্ট হিসেবে ভিডিও পোস্ট করতে পারবেন।

তিনি বলেন, "এ বছরের প্রথমদিকে ৫০তম ফেইসবুক হ্যাকাথনে আমরা কমেন্ট ও রিপ্লাইয়ে ভিডিও আপলোড ফিচারের একটি নমুনা তৈরি করেছি। আমরা চেয়েছি কথোপকথনের ক্ষেত্রে যাতে আরও ঘনিষ্ঠ হওয়া যায়। কমেন্টে মাল্টিমিডিয়া ফিচারগুলোয় লিংক, ছবি, স্টিকার, ও ইমোজির সঙ্গে আজ থেকে যোগ হলো ভিডিও।"

মার্কিন সাময়িকী ফরচুন-এর কাছে এক বিবৃতিতে ফেইসবুকের পক্ষ থেকে বলা হয়, "ফেইসবুকে ব্যবহারকারীরা যাতে বন্ধুদের সঙ্গে বিভিন্ন আগ্রহ-জাগানিয়া কনটেন্ট শেয়ার করতে পারেন সেজন্য বিভিন্ন টুল সরবরাহ করার প্রচেষ্টার অংশ হিসেবে ভিডিও কমেন্ট ফিচারটি চালু করা হয়েছে।"

ফেইসবুকের নতুন এ ভিডিও ফিচারটি ব্যবহার করতে কমেন্ট অপশনের ফটো আইকনে ক্লিক করলেই চলে আসবে ভিডিও ফাংশন।

সাম্প্রতিক সময়ে ভিডিও কনটেন্ট-এ ফেইসবুক ভালই জোর দিচ্ছে। এমনকি প্রতিষ্ঠান প্রধান মার্ক জাকারবার্গও একে ভবিষ্যতের প্ল্যাটফর্ম হিসেবে আখ্যা দিয়েছেন।

আর/১২:৩৪/১৩ জুন

বিজ্ঞান ও প্রযুক্তি

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে