মার্ক তাঁর ফেসবুক পেজে জানিয়েছেন, ‘‘এইভাবে ফেসবুক ব্যবহারকারীদের অভাব-অভিযোগ সরাসরি শোনার সুযোগ পাব আমি। তাতে আমি যেমন উপকৃত হব, তেমনই, আশা করি, ফেসবুক ইউজাররারও উপকার পাবেন।’’
ফেসবুকের অন্যতম প্রতিষ্ঠাতা ও সিইও মার্ক জুকেরবার্গ এবার সরাসরি প্রশ্নোত্তর পর্বে অবতীর্ণ হচ্ছেন ফেসবুকেই। এই পর্বটি অনুষ্ঠিত হবে ১৪ই ও ১৫ই জুনের সন্ধিলগ্নে, ভারতীয় সময় রাত ১২টায়। জুকেরবার্গ তাঁর ফেসবুক পেজে এই ঘোষণা করে জানিয়েছেন, তাঁর পেজে কমেন্ট হিসেবে পোস্ট করতে হবে প্রশ্ন। যেসব প্রশ্ন অন্য ইউজারদের সর্বাধিক ভোট পাবে সেই প্রশ্নগুলির উত্তর দেবেন মার্ক।
মার্ক তাঁর ফেসবুক পেজে জানিয়েছেন, ‘‘এইভাবে ফেসবুক ব্যবহারকারীদের অভাব-অভিযোগ সরাসরি শোনার সুযোগ পাব আমি। তাতে আমি যেমন উপকৃত হব, তেমনই, আশা করি, ফেসবুক ইউজাররারও উপকার পাবেন।’’
আর/১৭:৩৪/১২ জুন