কলকাতা, ১২ জুন- ভোট পরবর্তি সন্ত্রাসের মোকাবিলা করতে রাজ্যের বৃহত্তর শক্তিগুলিকে এক জায়গায় আসতে হবে। রবিবার সিপিএমের রাজ্য কমিটির বৈঠকের দ্বিতীয় দিনে একথা বলে সূর্যকান্তের পাশেই দাঁড়ালেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি।
২০১৫ সালের শেষ দিকে রাজ্য সিপিএম পলিটব্যুরোর কাছে ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে বাম-কংগ্রেসে জোটের প্রস্তাব দেয়। সেই প্রস্তাবে সে সময় সাড়া দেয়নি পলিটব্যুরো। রাজ্যে নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পরও পলিটব্যুরো থেকে জোটের পক্ষে কোনও সবুজ সংকেত আসেনি। তা নিয়ে দলের মধ্যেই সমস্যার সৃষ্টি হয়।
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের মুখে সেই সময় থেকেই রাজ্য সিপিএমের পাশে ছিলেন ইয়েচুরি। এনিয়ে তাঁকে কেরল লবির কঠোর সমালোচনার মুখ পড়তে হয়। রবিবার ইয়েচুরি বললেন, প্রতিটি রাজ্যের পরিস্থিতি আলাদ। রাজ্যভিত্তিক রিপোর্ট পাওয়ার পরই পলিটব্যুরো কোনও বিষয়ে সিদ্ধান্ত নেবে।
শনিবার সিপিএম নেতারা রাজ্যে জোটের পক্ষেই সওয়াল করেছেন। এমনকি তা করতে গিয়ে সূর্যকান্ত, শমীক লাহিড়ির মতো নেতা পলিটব্যুরোকে আক্রমণও করে বসেছেন। তার একটা কারণ দিল্লির নেতারা রাজ্যে দলের রাজনৈতিক বাধ্যবাধকতা বোঝেন না। তাই কংগ্রেসের সঙ্গে জোটে পলিটব্যুরোর একাংশ তার বিরোধিতা করছেন।
সীতারাম ইয়েচুরি রবিবার জোট প্রসঙ্গে বলতে গিয়ে বলেন, দিল্লিতে পলিটব্যুরোর বৈঠকেই রাজ্যে জোটের পক্ষে সায় দেওয়া হয়েছে। এনিয়ে আর কোনও বিতর্ক নেই।
আর/১৭:৩৪/১২ জুন