Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 3.0/5 (5 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৬-১১-২০১৬

‘প্রধানমন্ত্রীর বাসভবনে হামলার আশঙ্কা’

‘প্রধানমন্ত্রীর বাসভবনে হামলার আশঙ্কা’

ঢাকা, ১১ জুন- জঙ্গিরা প্রধানমন্ত্রীর বাসভবনেও হামলা করতে পারে বলে আশঙ্কা করছে বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশন। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধনে সংগঠনির পক্ষ থেকে এ আশঙ্কা করা হয়।

সরকারের কাছে সংখ্যালঘুদের নিরাপত্তার দাবি জানিয়ে বক্তারা বলেন, “আগে শুধু আমাদের ওপর হামলা হতো, এখন পুলিশের ওপর হামলা হচ্ছে। কিছুদিন পর দেখা যাবে প্রধানমন্ত্রীর বাসভবনে হামলা করতে পারে। জঙ্গিদের দ্বারা সবই সম্ভব।”

বক্তারা বলেন, সম্প্রতি সারা দেশে যে হত্যাকাণ্ড হচ্ছে তা সবাইকে আতঙ্কিত করে তুলছে। ধারাবাহিকভাবে হত্যাকাণ্ড ঘটেই চলছে। এটাকে আর বিচ্ছিন্ন ঘটনা বলা যাবে না।

বক্তারা বলেন, কিন্তু মূল বিষয় এড়িয়ে রাজনৈতিক দলগুলো পরস্পরের দোষারোপে জড়িয়ে পড়ছে। আমরা কোনো অজুহাত শুনতে চাই না। আমরা আমাদের জীবনের নিরাপত্তা চাই।

এ সময় বক্তারা বলেন, মুসলিম, হিন্দু, খ্রিষ্টান সবাই এই দেশের সন্তান। জঙ্গিরা আমাদের নিয়ে রাজনৈতিক খেলা খেলছে। এদের সমূলে উৎপাটন করতে হবে।

বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিলন আই গোমেজের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য ড. নিমচন্দ্র ভৌমিক, আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জিব দ্রং, বাংলাদেশ খ্রীষ্টান অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক প্রলয় সমদ্দার বাপ্পি প্রমুখ।

আর/০৭:১৪/১১ জুন

জাতীয়

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে