Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৬-১১-২০১৬

অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে সাইনা

অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে সাইনা

সিডনি, ১১ জুন- শনিবার সিডনি অলিম্পিক পার্কে দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনাল পৌঁছালেন সাইনা নেহওয়াল৷টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই চিনের ওয়াং ইহানকে এদিন উড়িয়ে দিলেন তিনি৷সাইনার পক্ষে ফল ২১-৮, ২১-১২৷

এই ম্যাচে নামার আগে সাইনার সঙ্গে চিনা প্রতিদ্বন্দ্বীর ট্র্যাকরেকর্ড দুর্দান্ত ছিল৷১৫ বারের সাক্ষাতে ওয়াং জিতেছেন ১১বার৷সাইনার সেখানে মোটে চার৷কিন্তু এদিন প্রথম থেকেই নিঁখুত খেলেন সাইনা৷ আক্রমণাত্মক সাইনার সামনে মুখ তুলতে পারেননি ওয়াং৷প্রথম সেটে দারুণ জয় ছিনিয়ে আনা সাইনা দ্বিতীয় সেটেও একই মেজাজে খেলেন৷

এদিন সাইনার ফাইনালে যাওয়ার দিনই অস্ট্রেলিয়ান ওপেনে পথ চলা শেষ হল কাদম্বি শ্রীকান্তের৷দেশের অন্যতম সেরা এই সিঙ্গল তারকা সেমিফাইনালে বিশ্বের ১২ নম্বরের কাছে হেরে গেলেন৷ ডেনমার্কের হানস-ক্রিস্টিয়ান ভিটিনঘাস ২২-২০, ২১-১৩ সেটে জিতে নেন৷এদিন শ্রীকান্ত দুর্দান্ত লড়াই করেও হেরে গেলেন৷প্রথম সেটের খেলাটা দ্বিতীয় সেটে ধরে রাখলে শ্রীকান্তকে খালি হাতে ফিরতে হত না৷

অন্যান্য

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে