Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 1.0/5 (1 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৬-১১-২০১৬

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

কক্সবাজার, ১১ জুন- উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টির কারণে চট্টগ্রাম, মংলা, কক্সবাজার ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থাররত মাছধরার সব নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

শবিবার আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হওয়া অব্যাহত থাকার কারণে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরসমূহের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে— উল্লেখ করে বিজ্ঞপ্তিতে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে কয়েক দিনের প্রচণ্ড গরমের পর আজ এক পশলা স্বস্তির বৃষ্টিতে নামে রাজধানী ঢাকায়। সে সময় দমকা বাতাসও বয়ে যায়। বেলা ১১টার দিকে প্রচণ্ড বেগে বাতাস বইতে থাকে। এর কয়েক মিনিট পর নামে জোর বৃষ্টি। এতে তাপমাত্রার পারদ নামার সঙ্গে সঙ্গে তীব্র সূর্য-তাপে পুড়তে থাকা রাজধানীর ইট-পাথর ও পথ-ঘাটও শীতল হয়ে উঠেছে। 

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকালের পর ঢাকাসহ দেশের বেশির ভাগ জায়গা বৃষ্টিহীন হয়ে পড়ে। লাফিয়ে লাফিয়ে বাড়ে তাপমাত্রা। ৯ জুন ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, পর দিন যা ৩৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। এ ছাড়া কুষ্টিয়া, রাজশাহী, বগুড়া, ময়মনসিংহ ও ফরিদপুর অঞ্চলে বয়ে যাচ্ছিল তাপপ্রবাহ। 

এ আর/১৪:১৪/ ১১ জুন

 

জাতীয়

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে