Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৬-১০-২০১৬

হারানো মর্যাদা ফিরে পেলেন চন্দ্রিমা

হারানো মর্যাদা ফিরে পেলেন চন্দ্রিমা

কলকাতা, ১০ জুন- ভোটের রেজাল্ট বের হওয়ার পরই মুখ্যমন্ত্রী বলেছিলেন, হেরে যাওয়া মন্ত্রীদের হারানো মর্যাদা তিনি ফেরত দেবেন৷ সেই কথা তিনি রেখেছেন৷মণীশ গুপ্ত, উপেন বিশ্বাস, রচপাল সিংকে ইতোমধ্যেই পুনর্বাসন দিয়েছেন তিনি৷ এবার প্রাক্তন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে হারানো মর্যাদা ফেরত দিলেন তিনি৷ স্বাস্থ্য দফতরের অধীন মেডিক্যাল সার্ভিস কর্পোরেশনের চেয়ারপার্সন করা হয়৷

সরকারি স্বাস্থ্যের উত্কর্ষের লক্ষ্যে বিভিন্ন পেশার মানুষকে নিয়ে পাঁচ বছর আগে মুখ্যমন্ত্রী গড়েছিলেন মাল্টি -ডিসিপ্লিনারি এক্সপার্ট গ্রুপ৷ সেই কমিটির মাথায় এ বার প্রাক্তন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য৷বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি নির্দেশনামা বের হয়েছে স্বাস্থ্যভবন থেকে৷ ২০১১ -তে বিশিষ্ট চিকিত্সক সুব্রত মৈত্রের নেতৃত্বে গঠিত এই কমিটি গত পাঁচ বছরে গুচ্ছ পদক্ষেপ করেছে৷ কিন্ত্ত কয়েক মাস আগে তিনি প্রয়াত হওয়ার পর থেকে এই এক্সপার্ট গ্রুপের চেয়ারম্যান পদটি খালিই ছিল৷এবার চন্দ্রিমা ভট্টাচার্য সেই জায়গায় এলেন৷ পদটি প্রতিমন্ত্রী পদমর্যাদার৷

আর/১০:৩৪/১০ জুন

পশ্চিমবঙ্গ

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে