Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, সোমবার, ২০ মে, ২০১৯ , ৬ জ্যৈষ্ঠ ১৪২৬

গড় রেটিং: 3.0/5 (5 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৬-১০-২০১৬

অনিল কাপুরের অনুপ্রেরনা আমির খান!

অনিল কাপুরের অনুপ্রেরনা আমির খান!

মুম্বাই, ১০ জুন- নায়ক এবং অভিনেতার মধ্যে কিছু পার্থক্য রয়েছে। আবার অভিনেতা এবং সঞ্চালকের মাঝেও রয়েছে বিরাট তফাৎ। তাই তো অনেক বড় পর্দার অভিনেতা-অভিনেত্রীরা ছোট পর্দায় আসতে চায় না। আসলেও অনেকেই সফল হয় না। একেক জনের মাটি একেক জায়গায়। তাই, ছোট পর্দারও অনেক শিল্পী বড় পর্দায় আসতে ইচ্ছে পোষণ করেন না।

তবে সবাই যে ব্যর্থ তা কিন্তু নয়। অনেকেই দুই পর্দায়ই সফল হয়েছেন সমান তালে। বরং একটিতে অন্যটিতে ছাড়িয়েও গেছেন। যেমন ধরুন, একই সঙ্গে বড়পর্দা এবং ছোটপর্দায় কাজ এবং দুটিতেই চূড়ান্ত সফল এভারগ্রিন অনিল কাপুর। কিন্তু দুজায়গায় সমানভাবে সফলতা বজায় রাখা খুবই কঠিন, জানিয়েছেন অনিল কাপুর স্বয়ং।

তবে এবিষয় তিনি বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানের কাজের স্টাইলের দিকেই লক্ষ্য রাখেন। অনিল জানিয়েছেন, তাঁর জীবনের অনুপ্রেরণা আমির খান।

আমির খানই এখনও পর্যন্ত একসঙ্গে সফলভাবে বড় এবং ছোটপর্দা দুজায়গাতেই কাজ করেছেন। অনিল কাপুরও সফল। তবে তিনি তাঁর চেয়ে বয়সে ছোট আমিরকেই এবিষয়ে তাঁর আদর্শ নেতার আসনে বসিয়েছেন।

ছোটপর্দায় অনিল কপূরের শো ‘২৪’ প্রথম সিজনে যথেষ্ট সফল। এর দ্বিতীয় সিজনের ট্রেলর প্রকাশ অনুষ্ঠানে একথা বলেন অনিল।

২০১৩ সালে মার্কিন টিভি সিরিজের গল্প নিয়ে তৈরি হয়েছিল, ‘২৪’। ছোটপর্দায় এর জনপ্রিয়তা কারও অজানা নয়। তবে দ্বিতীয় সিজনের জন্যে আরও অনেক পরিশ্রম করছেন অনিল।

‘২৪’ টিভি সিরিজে এটিএস প্রধান জয় সিংহ রাঠৌরের ভূমিকায় অভিনয় করেছিলেন অনিল। সেখানে তাঁর সঙ্গে অভিনয় করেছিলেন টিস্কা চোপড়া, মন্দিরা বেদী, শাবানা আজমি, অনুপম খের। এই সিজনে অভিনয় করার কথা সাক্ষী তনোয়ার, সিকান্দার খের এবং সুরভিন চাওলার।

তবে এখনো আমির খানকে কোন মন্তব্য বা ধন্যবাদ জানাতে দেখা যায় নি। তবে, আমির খানের কাছ থেকে তেমন কিছু আশা করতেই পারে আমির এবং অনিল কাপুরের ভক্তকুল।

আর/১৭:১৪/১০ জুন

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে