Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৬-১০-২০১৬

নিউজিল্যান্ড দলে ডাক পেলেন এক ভারতী

নিউজিল্যান্ড দলে ডাক পেলেন এক ভারতী

দিল্লী,১০ জুন- জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চার টেস্টের নিউজিল্যান্ড দলে ডাক পেয়েছেন এক ভারতীয়। তিনি হলেন ভারতে জন্ম নেয়া জিত রাভাল।

১৬ সদস্যের দলে ফিরেছেন ভারতে জন্ম নেওয়া আরেক স্পিনার ইশ সোধি। দুই বছর পর টেস্ট দলে ফিরেছেন তিনি।

২০০৪ সালে পরিবারের সাথে গুজরাট থেকে অকল্যান্ডে পাড়ি জমান জিত। সেখানে ২০০৮ সালে এই বাঁ-হাতি ওপেনারের প্রথম শ্রেণির ক্যারিয়ার শুরু হয়। ২০০৯ সালের মার্চে খেলেন ২৫৬ রানের ইনিংস। এরপর ধারাবাহিকভাবে রান করে গেছেন জিত। গত মৌসুমে ৫৯.৭৬ গড়ে রান করে নিউজিল্যান্ড দলে জায়গা করে নিয়েছেন।

প্লাঙ্কেট শিল্ডে শেষ পাঁচ ম্যাচে জিতের অপরাজিত ২০২, ১৩৯, ৯০ ও ১৪৭ রানের ইনিংস আছে। প্রথম শ্রেণির ক্রিকেটে তার গড় ৪৩.৮৫। সেঞ্চুরি ১৪টি। এত কিছুর পরও ২৭ বছরের জিতকে অবশ্য টেস্ট অভিষেকের জন্য অপেক্ষা করতে হতে পারে।

কারণ, মার্টিন গাপটিল ও টম ল্যাথাম নিউজিল্যান্ডের ইনিংস ওপেন করেন। তারা দুজনই দলে আছেন। সোধি, অফ স্পিনার মার্ক ক্রেগ ও বাঁ-হাতি মিচেল স্যান্টনার। জুলাইয়ে হারারেতে দুই টেস্ট খেলে দক্ষিণ আফ্রিকায় গিয়ে পরের দুই টেস্ট খেলবে নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ডের টেস্ট স্কোয়াড: কেন উইলিয়ামসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, ডগ ব্র্যাসওয়েল, মার্ক ক্রেগ, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম ল্যাথাম, হেনরি নিকোলস, লুক রঞ্চি, জিত রাভাল, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি, রস টেলর, নেল ওয়াগনার ও জেমস ওয়াটলিং।

এ আর/১৫:২২/ ১০ জুন

 

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে